Wimax প্রযুক্তি কী? ক্লায়েন্ট (Client) বলতে কি বোঝায়?

Wimax হলো Worldwide Interoperability for Micro Wave Access-এর সংক্ষিপ্ত রূপ। এটি অধিক দূরত্ব অতিক্রমকারী প্রযুক্তি যা Internet poin to point যোগাযোগ স্থাপন করে। Wimax হলো IEEE এর 802.16 নাম্বার স্ট্যান্ডার্ড। এর Range Base Station থেকে 30 মাইল পর্যন্ত। এ প্রযুক্তি ব্যবহার করে গ্রাহক সর্বোচ্চ 72 mbps হারে Internet speed পেতে পারে। Wimax ব্যবহারের জন্য ব্যবহারকারীকে Wimax মডেম ব্যবহার করতে হয়।

ক্লায়েন্ট (Client) বলতে কি বোঝায়?
ক্লায়েন্ট (Client) একটা ইংরেজি শব্দ। কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয়, তখন তাকে ক্লায়েন্ট বলে। কম্পিউটার নেটওয়ার্কেও ক্লায়েন্ট শব্দটার অর্থ মোটামুটি সেরকম। যে সব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে। যেমন, কোন কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ই-মেইল পাঠানো হবে। তাহলে সেই কম্পিউটার হবে ক্লায়েন্ট।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *