ট্রান্সমিশন মাধ্যম কাকে বলে? গেটওয়ে ও রাউটার এক নয়- ব্যাখ্যা করো।

যার মাধ্যমে একটি নেটওয়ার্কের কম্পিউটারগুলো একে অপরের সাথে ফিজিক্যালি (Physically) সংযুক্ত হয় তাকে ট্রান্সমিশন মাধ্যম বলে। ক্যাবল (Cable) বা তার, রেডিও ওয়েব, মাইক্রোওয়েব ইত্যাদি ট্রান্সমিশন মাধ্যমের উদাহরণ।

গেটওয়ে ও রাউটার এক নয়- ব্যাখ্যা করো।
এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানোর পদ্ধতিকে বলে রাউটিং। যে ডিভাইস রাউটিং এর কাজে ব্যবহৃত হয় তাকে রাউটার বলে। ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করার জন্য এ ডিভাইস ব্যবহার করা হয়। এটি LAN, MAN, এবং WAN এ তিন ধরনের নেটওয়ার্কেই কাজ করে। অপরদিকে গেটওয়ে ভিন্ন ধরনের নেটওয়ার্ক সমূহকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। রাউটার ডিভাইস প্রটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় না, কিন্তু গেটওয়ে এ সুবিধা দেয়। ভিন্ন নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার সময় এটি প্রটোকল ট্রান্সলেশনের কাজ করে থাকে। সুতরাং রাউটার ও গেটওয়ে এক নয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *