গবেষকরা জানিয়েছেন মৌমাছি হলো এমন একটি জীব যা কোনো ধরনের প্যাথোজেনের বাহক নয়। বিশ্বের কৃষি এই পোড়ামাকড়ের উপর ৭০% নির্ভর করে। এটি আরও স্পষ্টভাবে বলতে গেলে, বিশ্বব্যাপী শীর্ষ ১০০টি খাদ্য শস্যের মধ্যে ৭० টি মৌমাছিদের মতো পরাগায়নের উপর নির্ভর করে।
এজন্যই হয়তো আইনস্টাইন বলেছন,
“পৃথিবী থেকে সব মৌমাছি হারিয়ে গেলে মানব সভ্যতা টিকবে মাত্র ৪ বছর।