নীলক্ষেত বইয়ের মার্কেটে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।
নীলক্ষেতে বইয়ের মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বলেন, নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। তিনি বলেন, ৯৯৯ -এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ারসার্ভিসের চারটি ইউনিট। এরপর আগুনের তীব্রতা বাড়লে তাদের সাথে দুই দফায় যোগ দেয় আরো ৪টি ইউনিট। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে ৮টি ইউনিট।