কিছু সাধারনজ্ঞান

১। রাশিয়ার সঙ্গে পৃথিবীর কতটি দেশের সীমান্ত আছে?
= ১৪টি
২। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সর্বাধিক শরণার্থী কোন দেশে আশ্রয় গ্রহণ করেছে?
= পোল্যান্ড
৩। রাশিয়া ইউরোপের কোন দেশে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করে ?
= জার্মানি
৪। ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পারমানবিক অস্ত্র নিষ্ক্রিয় করেছিল কত সালে ?
= ১৯৯৪
৫। রাশিয়া ইউক্রেন সামরিক আগ্রাসন শুরু করে ২০২২ সালের কোন তারিখে
= ২৪ ফেব্রুয়ারি

৬।বিশ্বের একটিমাত্র ভাষার দেশ হচ্ছে?
= উত্তর কোরিয়া।
৭।বিশ্বের সর্ব্বোচ্চ ভাষার দেশ?
= পাপুয়া নিউগিনি।
৮।বিশ্বে বর্তমানে মোট ভাষার সংখ্যা –
=৭১৫১ টি।
৯।বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা –
=ইংরেজি।
১০।মাতৃভাষার সংখ্যা অনুসারে শীর্ষ ব্যবহৃত ভাষা –
=মান্দারিন।

১১।বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?
= সার্বভৌম প্রজাতন্ত্র।
১২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
= সংবিধান।
১৩।কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?
= বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।
১৪।বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোনদেশের?
= ভারত।
১৫। বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
=আমেরিকা।

১৬।শেখ হাসিনা সাবমেরিন ঘাটি কোথায়??
– কক্সবাজার,পেকুয়া
১৭।সম্প্রতি কোন ঘূর্নিঝড় বঙ্গপোসাগরে আঘাত হেনেছে?
– গুলাব
১৮।বাংলাদেশ কবে গণটিকা চালু করে?
– ৭ আগস্ট ২০২১
১৯।বাংলাদেশ এর পণ্য রপ্তানিতে সবচেয়ে বড় বাজার?
– ইউরোপিয় ইউনিয়ন
২০।মাৎস্যন্যায় শব্দের অর্থ?
– অরাজকতা,

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top