General Knowledge
1 min read

ডিম সেদ্ধ করে পানি ফেলবেন না কেন?

ডিমসেদ্ধ করা পানি ফেলবেন না

ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার পর ঐ পানি ফেলবেন না। এই পানি ঠান্ডা করে আপনার ফুল গাছের গোড়ায় দিন৷ ডিম ফোটানো পানি হালকা সারের কাজ করে। এর মধ্যে থাকে খোসা থেকে পানি দ্রবীভুত হওয়া ক্যালসিয়াম, কিচু ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ও অন্যান্য খনিজ যা গাছের পক্ষে উপকারী। এটি Masters Gardener of Hamilton এর গবেষনাপত্রে এটি প্রকাশ পেয়েছে।

Rate this post