General Knowledgeঅন্যান্য
0 min read

আমরা যদি লাফ দেই তাহলে একটু উপরে উঠে আবার নিচে পড়ে যাই কেন?

আমরা যদি ভূপৃষ্ঠ থেকে লাফ দেই তাহলে একটু উপরে উঠে আবার নিচে পড়ে যাই। কারণ অভিকর্ষ বলের কারণে। চাঁদকে পৃথিবীর আকর্ষণ করছে আর পৃথিবীকে সূর্য আকর্ষণ করছে। তাহলে চাঁদ পৃথিবীর দিকে কিংবা পৃথিবী সূর্যের দিকে ছুটে না গিয়ে চারপাশে ঘুরছে কেন?? বক্রতা কিংবা মহাকর্ষ বলের কারণে তো একই দূরত্বে থাকার কথা নয়! ধীরে ধীরে চাঁদ পৃথিবীর দিকে এবং পৃথিবী সূর্যের দিকে ছুটে যাওয়ার কথা!!

Rate this post