মহাশূন্য আর মহাকাশ বলতে প্রায় একই জিনিসকেই বোঝায়,
মহাকাশ হলো পৃথিবীর বায়ুমন্ডলের যেখানে শেষ এবং অন্যান্য celestial body রয়েছে এবং বিরাট ফাঁকা স্থান।
আর মহাশূন্য হলো পৃথিবীর বায়ুমন্ডল যেখানে শেষ হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন Celestial body এর মধ্যকার ফাঁকা জায়গা। মহাকাশ আর মহাশূন্য এর ইংরেজি অনুবাদ একই “outer space” দেশীয়ভাবে দুটো শব্দ ব্যবহার হয় প্রায় একই জিনিসকে সংজ্ঞায়িত করতে।
Offcanvas menu