পড়াশোনা
1 min read

স্পাইরোগাইরা কি? স্পাইরোগাইরা কি ধরনের উদ্ভিদ?

স্পাইরোগাইরা হলো সবুজ বর্ণের সুতার মত একধরনের বহুকোষী শাখাহীন শৈবাল। অনেকগুলো সরু কোষ পর পর যুক্ত হয়ে এদের দেহ তৈরি হয়। পুকুর, ডোবা, খাল-বিল নদীনালা প্রভৃতির পানিতে স্পাইরোগাইরা জন্মায়।

অর্থনৈতিক গুরুত্বঃ
উপকারী দিক :
i) মাছ ও গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
ii) মাটির উর্বরতা বৃদ্ধি করে।
iii) এতে আয়োডিনসহ অন্যান্য মূল্যবান খনিজ পাওয়া যায়।

অপকারী দিক :
i) পানি দূষণ ঘটায়।
ii) মানুষ ও পশু-পাখির রোগ সৃষ্টি করে।
iii) চা ও লিচু গাছের মারাত্মক রোগ সৃষ্টি করে

4.8/5 - (16 votes)