পড়াশোনা
1 min read

আবদুল্লাহ আল-মুতী (১৯৩০-১৯৯৮)

প্রশ্ন-১. আবদুল্লাহ আল-মুতী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : সিরাজগঞ্জ।

প্রশ্ন-২. আবদুল্লাহ আল-মুতী সিরাজগঞ্জের কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : ফুলবাড়িতে।

প্রশ্ন-৩. আবদুল্লাহ আল-মুতীর বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা কেমন?
উত্তর : আকর্ষণীয় ও সাবলীল।

প্রশ্ন-৪. ‘আয় বৃষ্টি ঝেঁপে’ গ্রন্থের লেখক কে?
উত্তর : আবদুল্লাহ আল-মুতী।

প্রশ্ন-৫. ‘ফুলের জন্য ভালোবাসা’ কার রচনা?
উত্তর : আবদুল্লাহ আল-মুতী।

প্রশ্ন-৬. ‘সাগরের রহস্যপুরী’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘সাগরের রহস্যপুরী’ গ্রন্থের লেখক আবদুল্লাহ আল-মুতী।

প্রশ্ন-৭. আবদুল্লাহ আল-মুতী কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর : আবদুল্লাহ আল-মুতী ঢাকায় মৃত্যুবরণ করেন।

প্রশ্ন-৮. আবদুল্লাহ আল-মুতীর ‘আলো’ কোন ধরনের গ্রন্থ?
উত্তর : আবদুল্লাহ আল-মুতীর ‘আলো’ অনুবাদ গ্রন্থ।

প্রশ্ন-৯. আবদুল্লাহ আল-মুতী আন্তর্জাতিক কোন পুরস্কার লাভ করেন?
উত্তর : আবদুল্লাহ আল-মুতী ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার লাভ করেন।

প্রশ্ন-১০. আবদুল্লাহ আল-মুতীর মাতার নাম কী?
উত্তর : আবদুল্লাহ আল-মুতীর মাতার নাম হালিমা খাতুন।

Rate this post