পড়াশোনা
1 min read

ভিটামিন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. দ্রবণীয়তার গুণ অনুসারে ভিটামিন কয় প্রকার?
উত্তর : ২।

প্রশ্ন-২. মলা মাছে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে?
উত্তর : ভিটামিন এ।

প্রশ্ন-৩. ভোজ্য তেলে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তর : ভিটামিন E।

প্রশ্ন-৪. সয়াবিন তেলে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তর : ভিটামিন কে।

প্রশ্ন-৫. শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকার সংখ্যা বৃদ্ধিতে কোন ভিটামিন সাহায্য করে?
উত্তর : বি১২।

প্রশ্ন-৬. কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
উত্তর : ভিটামিন বি২।

প্রশ্ন-৭. চোখের দৃষ্টিশক্তি শক্তিশালী করার জন্য সরকার কোন ক্যাপসুল প্রদান করে থাকে?
উত্তর : ভিটামিন A।

প্রশ্ন-৮. কোনটি জেরপথালমিয়ার লক্ষণ?
উত্তর : চোখের কর্নিয়ার আচ্ছাদান ক্ষতিগ্রস্ত হওয়া।

প্রশ্ন-৯. দেহে ভিটামিনের কাজ কি?
উত্তর : ১. দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখা।
২. বিভিন্ন সংক্রামক রোগ থেকে দেহকে রক্ষা করা।
৩. দেহের পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করা।

প্রশ্ন-১০. কোন রোগে চোখের কর্ণিয়ার আচ্ছাদান ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর : জেরপথালমিয়া।

Rate this post