পড়াশোনা
1 min read

ইলেকট্রনিক্স বিষয়ক প্রশ্ন ও উত্তর (Electronics Question and Answer in Bangla?)

প্রশ্ন-১. ইলেকট্রনিক্সের আলোচ্য বিষয় কি?
উত্তর : ইলেকট্রনিক্সের আলোচ্য বিষয় হলো অর্ধপরিবাহী পদার্থ, অর্ধপরিবাহী ডায়োড, ট্রানজিস্টর, যোগাযোগের বিভিন্ন মাধ্যম, রেডিও, টেলিভিশন, ফোন, ফ্যাক্স, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি।

প্রশ্ন-২. এনার্জি মিটারে কয়টি কয়েল থাকে?
উত্তর : এনার্জি মিটারে ২টি কয়েল থাকে। যথা– ১. কারেন্ট কয়েল এবং ২. প্রেসার কয়েল।

প্রশ্ন-৩. এনার্জি পরিমাপের একক কী?
উত্তর : এনার্জি পরিমাপের একক ওয়াট আওয়ার বা এক একক হিসেবে ব্যবহৃত হয় কিলোওয়াট আওয়ার।

প্রশ্ন-৪. এসিএসআর এর পূর্ণ অর্থ কী?
উত্তর : এসিএসআর এর পূর্ণ অর্থ অ্যালুমিনিয়াম কন্ডাকটর স্টিল রিইনফোর্সড।

প্রশ্ন-৫. VIR এর পূর্ণ অর্থ কী?
উত্তর : Volcanized Indian Rubber (ভলকানাইজড ইন্ডিয়ান রাবার)।

প্রশ্ন-৬. ডিপিডিটি এর পূর্ণ অর্থ কী?
উত্তর : ডিপিডিটি এর পূর্ণ অর্থ ডবল পোল ডবল থ্রো।

প্রশ্ন-৭. এএসি এর পূর্ণ অর্থ কী?
উত্তর : এএসি এর পূর্ণ অর্থ অল অ্যালুমিনিয়াম কন্ডাকটর।

প্রশ্ন-৮. এমসিবি এর পূর্ণ অর্থ কী?
উত্তর : এমসিবি এর পূর্ণ অর্থ মিনিচেয়ার সার্কিট ব্রেকার।

প্রশ্ন-৯. পিভিসি এর পূর্ণ অর্থ কী?
উত্তর : পিভিসি এর পূর্ণ অর্থ পলি-ভিনাইল ক্লোরাইড।

প্রশ্ন-১০. টেপিং কী?
উত্তর : ইনসুলেশলন ফিতা দিয়ে সংযোগস্থল মোড়ানোকে টেপিং বলে।

প্রশ্ন-১১. সংযোগস্থলে অক্সাইড প্রতিরোধক হিসেবে কী ব্যবহার করা হয়?
উত্তর : সংযোগস্থলে অক্সাইড প্রতিরোধক হিসেবে বীট ব্যবহার করা হয়।

প্রশ্ন-১২. খুব বেশি তাপমাত্রায় কোন ধরনের সোল্ডারিং করা হয়?
উত্তর : খুব বেশি তাপমাত্রায় হার্ড বা ব্রেজিং সোল্ডারিং করা হয়।

প্রশ্ন-১৩. সোল্ডার কত প্রকার ও কি কি?
উত্তর : সোল্ডারিং দুই প্রকার। যথা- ১. সফট সোল্ডার; ২. হার্ড সোল্ডার বা ব্রেজিং সোল্ডার।

প্রশ্ন-১৪. সোল্ডারের টিন-লীডের অনুপাত কত?
উত্তর : সোল্ডারের টিন-লীডের অনুপাত 60 : 40।

প্রশ্ন-১৫. তারের জয়েন্টে সোল্ডারিং শেষে কোন কাজ করা হয়?
উত্তর : টেপিং করা হয়।

প্রশ্ন-১৬. কী দিয়ে টেপিং করা হয়?
উত্তর : অপরিবাহী পদার্থ বা ইনসুলেটিং টেপ দিয়ে টেপিং করা হয়।

প্রশ্ন-১৭. ডিবি (DB)-তে কী কী থাকে?
উত্তর : ডিবি (DB)-তে সার্কিট ব্রেকার, বাসবার, ফিউজ বসানো থাকে।

প্রশ্ন-১৮. থ্রি-ফেজ ডিবি (DB)-তে কয়টি বাসবার থাকে?
উত্তর : থ্রি-ফেজ ডিবি (DB)-তে চারটি বাসবার থাকে।

প্রশ্ন-১৯. নিয়ন্ত্রণ যন্ত্র আমাদের কী সুবিধা প্রদান করে?
উত্তর : নিয়ন্ত্রণ যন্ত্র দ্বারা আমরা বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় প্রয়োজন অনুযায়ী চালু অথবা বন্ধ করে নিয়ন্ত্রণ করতে পারি।

প্রশ্ন-২০. একটি বাতিকে দুই জায়গা হতে নিয়ন্ত্রণ করতে কোন ধরনের সুইচ ব্যবহৃত হয়?
উত্তর : একটি বাতিকে দুই জায়গা হতে নিয়ন্ত্রণ করতে টু-ওয়ে সুইচ ব্যবহৃত হয়।

প্রশ্ন-২১. বৈদ্যুতিক মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে কোন ধরনের সুইচ ব্যবহৃত হয়?
উত্তর : বৈদ্যুতিক মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে রোটারী সুইচ ব্যবহৃত হয়।

প্রশ্ন-২২. বহুল ব্যবহৃত নিয়ন্ত্রণ যন্ত্রের নাম কী?
উত্তর : বহুল ব্যবহৃত নিয়ন্ত্রণ যন্ত্রের নাম ফিউজ।

প্রশ্ন-২৩. মাল্টিমিটার কী?
উত্তর : যে যন্ত্রের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স ইত্যাদি পরিমাপ করা যায়, তাকে মাল্টিমিটার বলে।

প্রশ্ন-২৪. যে যন্ত্রের সাহায্যে এনার্জি পরিমাপ করা হয়, তার নাম কী?
উত্তর : যে যন্ত্রের সাহায্যে এনার্জি পরিমাপ করা হয়, তার নাম এনার্জি মিটার।

প্রশ্ন-২৫. এনালগ সংকেত (Analog signal) কাকে বলে?

উত্তর : যেসব সংকেতের মান নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাদেরকে এনালগ সংকেত (Analog signal) বলে। যেমন- বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ভোল্টেজ।

প্রশ্ন-২৬. এনালগ সুইচ কাকে বলে?

উত্তর : যে সুইচ (Switch) AC signal কে Transmit করতে পারে তাকে এনালগ সুইচ বলে।

5/5 - (1 vote)