গার্মেন্টস কোয়ালিটি (Garments Quality) ভাইবা প্রশ্ন ও উত্তর।

গার্মেন্টস শিল্পে কোয়ালিটির চাকরি নিতে গেলে যেসব প্রশ্ন করা হয়। সেগুলো আজ নিচে আলোচনা করা হলো।

কোয়ালিটি (Quality)
প্রশ্ন-১. কোয়ালিটি ইন্সপেক্টর (Quality inspector) কি?
উত্তর : কোয়ালিটি অর্থ গুণ বা মান এবং ইন্সপেক্টর অর্থ পরিদর্শক। সুতরাং, কোয়ালিটি ইনস্পেক্টর অর্থ মান পরিদর্শক।

প্রশ্ন-২. গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ কি?
উত্তর : গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ হচ্ছে একটি লাইনে যে সব মাল বা পোশাক তৈরি হবে তা চেক করা। যা একজন সুপারভাইজার এর পরেই পদ।

প্রশ্ন-৩. গার্মেন্টসে কোয়ালিটির কাজ কি?
উত্তর : গার্মেন্টসে কোয়ালিটির কাজ হলো পন্যের গুনগত মান ঠিক আছে কিনা তা নির্ধারণ করা।

প্রশ্ন-৪. গার্মেন্টসে কোয়ালিটির বেতন কত?
উত্তর : ফ্রেশদের জন্য বর্তমান বেতন ৯০০০ থেকে ৯৫০০ টাকা। ডিউটি আট ঘন্টা। এছাড়া ৮ ঘন্টার পর কাজ করলে পাবেন ওভারটাইম। বাড়তি ইনকাম। তাতে করে ১৫০০০ টাকা ইনকাম করা সম্ভব নতুনদেরও।

প্রশ্ন-৫. এসপিআই (SPI) কি?
উত্তর : Stitch Per Inchi (এক ইঞ্চিতে কয়টি সেলাই)।

প্রশ্ন-৬. গার্মেন্টস (Garments) অর্থ কি?
উত্তর : পোশাক।

প্রশ্ন-৭. AQL এর পূর্ণরূপ কি?
উত্তর : Acceptable Quality Lebel (গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থা)।

প্রশ্ন-৮. CB এর Full Meaning কি?
উত্তর : CB এর Full Meaning হচ্ছে Centre Back।

প্রশ্ন-৯. DTM এর Full Meaning কি?
উত্তর : DTM এর Full Meaning হচ্ছে– Dying to Match (রঙের সাথে মিল থাকা)।

প্রশ্ন-১০. GTM এর Full Meaning কি?
উত্তর : GTM এর Full Meaning হচ্ছে– Garments Total Management (গার্মেন্টস মোট ব্যবস্থাপনা)।

প্রশ্ন-১১. HPS এর Full Meaning কি?
উত্তর : HPS এর Full Meaning হচ্ছে– High Point Shoulder.

প্রশ্ন-১২. LPS এর Full Meaning কি?
উত্তর : Low Point shoulder.

ডিফেক্ট ও অল্টার (Defect and Alter)
প্রশ্ন-১. ডিফেক্ট কত প্রকার?
উত্তর : ডিফেক্ট তিন প্রকার। যথাঃ ১. Major Problem (বড় ধরনের সমস্যা), ২. Minor Problem (ছোট ধরনের সমস্যা), ৩. Critical Problem (ক্ষুদ্র ধরনের সমস্যা)।

প্রশ্ন-২. ব্রকেন স্টিচ কি?
উত্তর : দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই। আর এই সেলাই এর একটি স্টিচ কেটে গেলে তাকে বলা হয় ব্রকেন স্টিচ।

প্রশ্ন-৩. স্কিপ স্টিচ কি?
উত্তর : সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতাকে না ধরতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিচ।

প্রশ্ন-৪. প্লিট কি?
উত্তর : সেলাইকৃত বস্তুতে সেলাই এর সময় কুঁচি পড়লে বলা হয় প্লিট।

প্রশ্ন-৫. ওপেন স্টিচ কি?
উত্তর : সেলাই এর সময় কিছু জায়গায় সেলাই এরিয়ে গেলে বা সেলাই না হলে তাকে বলা হয় ওপেন স্টিচ।

ইঞ্চি টেপ সম্পর্কে বেসিক কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. একটি ইঞ্চি টেপে কত cm থাকে?
উত্তর : একটি ইঞ্চি টেপে ১৫০ cm থাকে।

প্রশ্ন-২. একটি ইঞ্চি টেপে কত ইঞ্চি থাকে?
উত্তর : একটি ইঞ্চি টেপে 60 ইঞ্চি থাকে।

প্রশ্ন-৩. একটি ইঞ্চি টেপে কত ফুট থাকে?
উত্তর : একটি ইঞ্চি টেপে ৫ ফুট থাকে।

প্রশ্ন-৪. ১০ mm সমান কত cm?
উত্তর : ১০ mm সমান 1 cm.

প্রশ্ন-৫. ১ ইঞ্চি সমান কত সুতা?
উত্তর : ১ ইঞ্চি সমান ৮ সুতা।

প্রশ্ন-৬. ১ ইঞ্চি সমান কত cm?
উত্তর : ১ ইঞ্চি সমান 2.54 cm.

প্রশ্ন-৭. ১ মিটার সমান কত cm?
উত্তর : ১ মিটার সমান ১০০ cm.

প্রশ্ন-৮. ১ মিটার সমান কত ইঞ্চি?
উত্তর : ১ মিটার সমান 39.37 ইঞ্চি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *