পড়াশোনা
1 min read

চতুর্ভুজ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. চতুর্ভুজ কাকে বলে?
উত্তর : চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে।

প্রশ্ন-২. চতুর্ভুজের বাহু কাকে বলে?
উত্তর :
 যে চারটি রেখাংশ দ্বারা চতুর্ভুজ আবদ্ধ থাকে সেই রেখাংশগুলোকে চতুর্ভুজের বাহু বলে।

প্রশ্ন-৩. চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?
উত্তর :
 চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোন।

প্রশ্ন-৪. চতুর্ভুজের একটি কর্ণ চতুর্ভুজকে কয়টি ত্রিভুজে বিভক্ত করে?
উত্তর :
 চতুর্ভুজের একটি কর্ণ চতুর্ভুজকে দুটি ত্রিভুজে বিভক্ত করে।

প্রশ্ন-৫. ট্রাপিজিয়াম কাকে বলে?
উত্তর :
 যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে।

প্রশ্ন-৬. ঘনবস্তু কি?
উত্তর :
 যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে তাই ঘনবস্তু।

প্রশ্ন-৭. সামান্তরিকের দুটি সন্নিহিত অন্তঃস্থ কোণের সমষ্টি কত?
উত্তর :
 সামান্তরিকের দুটি সন্নিহিত অন্তঃস্থ কোণের সমষ্টি ১৮০°।

প্রশ্ন-৮. বর্গ কাকে বলে?
উত্তর :
 যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ তাকে বর্গ বলে।

প্রশ্ন-৯. রম্বস কাকে বলে?
উত্তর :
 যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে রম্বস বলে।

প্রশ্ন-১০. আয়ত কী?
উত্তর :
 যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ এক সমকোণ তাই আয়ত।

প্রশ্ন-১১. ঘুরি কী?
উত্তর :
 যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুরি বলে।

প্রশ্ন-১২. সামান্তরিক কাকে বলে?
উত্তর :
 যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে।

প্রশ্ন-১৩. কর্ণ কাকে বলে?
উত্তর :
 চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে কর্ণ বলে।

Rate this post