পড়াশোনা
1 min read

অষ্টম অধ্যায় : বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থা (পৌরনীতি ও নাগরিকতা), নবম-দশম শ্রেণি

প্রশ্ন-১। বাংলাদেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
উত্তরঃ ৪৫৫০।

প্রশ্ন-২। ডাস্টবিন নির্মাণ পৌরসভার কোন ধরনের কাজ?
উত্তরঃ জনস্বাস্থ্যমূলক।

প্রশ্ন-৩। ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর?
উত্তরঃ ৫ বছর।

প্রশ্ন-৪। বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কত?
উত্তরঃ বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা ১১টি।

প্রশ্ন-৫। পৌরসভার প্রধানকে কী বলা হয়?
উত্তরঃ পৌরসভার প্রধানকে মেয়র বলা হয়।

প্রশ্ন-৬। মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
উত্তরঃ মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন সচিব।

প্রশ্ন-৭। স্থানীয় সরকারের রূপ কয়টি?
উত্তরঃ স্থানীয় সরকারের রূপ দুইটি।

প্রশ্ন-৮। স্থানীয় সরকার কি?
উত্তরঃ স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্র পরিসরে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা।

প্রশ্ন-৯। ইউনিয়ন পরিষদের আয়ের ৫টি উৎস লেখো।
উত্তরঃ ইউনিয়ন পরিষদের আয়ের ৫টি উৎস হলো-
১। বাড়িঘর, দালানকোঠার ওপর কর;
২।গ্রাম পুলিশ রেট;
৩। জন্ম, বিবাহ ও ভোটের ওপর ফি;
৪। সিনেমা, থিয়েটার, যাত্রা, সার্কাস, মেলা ইত্যাদির ওপর কর;
৫। যানবাহনের ওপর কর;

প্রশ্ন-১০। ইউনিয়ন পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত?
উত্তরঃ ইউনিয়ন পরিষদ ১৩ জন সদস্য নিয়ে গঠিত।

ইউনিয়ন পরিষদের সদস্য হতে হলে কী কী যোগ্যতা থাকতে হয়?
উত্তরঃ ইউনিয়ন পরিষদের সদস্য হতে হলে নিচের যোগ্যতা থাকতে হয়। যেমন–
১. বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. কম করে ১৮ বছর বয়স হতে হবে।
৩. সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার তালিকাভুক্ত হতে হবে।
৪. সরকারি কর্মচারি না হওয়া।
৫. আইনে ঘোষিত কোনোভাবে অযোগ্য বিবেচিত না হওয়া।

ইউনিয়ন পরিষদ কেন গঠন করা হয়?
উত্তরঃ গ্রামের সমস্যা দূর করতে, গণসচেতনতা বৃদ্ধি করতে ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো সমাধানের জন্য তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হয়েছে। ১০-১৫টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। বর্তমানে আমাদের দেশে ৪৪৯৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে।

Rate this post