৯৯৯-নম্বরে ফোন, স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ!

নওগাঁর রানীনগরের বড়িয়া গ্রামের নবম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৫) সঙ্গে একই উপজেলার খাসগড় গ্রামের রুহুল আমিনের (২২) বিয়ের আয়োজন চলছিল। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি জানান। এরপর রানীনগর থানা-পুলিশের হস্তক্ষেপে ওই বাল্যবিবাহ বন্ধ হয়েছে।

আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ওই ছাত্রীর সঙ্গে রুহুল আমিনের বিয়ে হওয়ার কথা ছিল। এ জন্য দুপুরে বরযাত্রীর লোকজন ওই ছাত্রীর বাড়িতে এসেছিলেন। এর মধ্যে বড়িয়া গ্রামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল দিয়ে বাল্যবিবাহের বিষয়টি পুলিশকে জানান। পরে রানীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ আয়োজনের সত্যতা পাওয়া গেছে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওই ছাত্রীকে বিয়ে দেওয়া হবে না বলে তার বাবা মুচলেকা দিয়েছেন। এ ছাড়া রুহুল আমিনের বাবা মিঠু মণ্ডলও মুচলেকা দিয়েছেন।

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top