পড়াশোনা
1 min read

পরিবাহী সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. যে সকল পদার্থের মধ্য দিয়ে অতি সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে কী বলে?
উত্তর : বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে

প্রশ্ন-২. যে সকল পদার্থের মধ্য দিয়ে অতি সহজে কারেন্ট চলাচল করতে পারে না তাকে কী বলে?
উত্তর : বিদ্যুৎ অপরিবাহী পদার্থ।

প্রশ্ন-৩. বিদ্যুৎ অপরিবাহী পদার্থের দু’টি নাম লেখ।
উত্তর : বিদ্যুৎ অপরিবাহী পদার্থের দু’টি নাম হলো– ১. অ্যাসবেসটর, ২. ব্যাকেলাইট।

প্রশ্ন-৪. বিদ্যুৎ অপরিবাহী কী?
উত্তর : যে সকল পদার্থের মধ্যে সহজে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাকে বিদ্যুৎ অপরিবাহী বলে।

প্রশ্ন-৫. বিদ্যুৎ পরিবাহী পদার্থের উদাহরণ কী কী?
অথবা, ৫টি বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম লেখ।
উত্তর : বিদ্যুৎ পরিবাহী পদার্থের উদাহরণ হলো– লোহা, টিন, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, সোনা ইত্যাদি।

প্রশ্ন-৬. বিদ্যুৎ পরিবাহী পদার্থের দু’টি নাম লেখ।
উত্তর : বিদ্যুৎ পরিবাহী পদার্থের দু’টির নাম হলো- ১. রূপা, ২. তামা।

প্রশ্ন-৭. সবচেয়ে ভালো পরিবাহী (Good Conductor) কোনটি?
অথবা, সবচেয়ে উত্তম পরিবাহী কোনটি?
উত্তর : সবচেয়ে ভাল পরিবাহী (Good Conductor) হলো রূপা (Silver)।

প্রশ্ন-৮. ইলেকট্রিক্যাল সরঞ্জামের বেজ তৈরির অপরিবাহীর নাম উল্লেখ কর।
উত্তর : ইলেকট্রিক্যাল সরঞ্জামের বেজ তৈরির অপরিবাহীর নাম ব্যাকেলাইট।

প্রশ্ন-৯. তামা ও রূপার মধ্যে সবচেয়ে ভালো পরিবাহী কোনটি?
উত্তর : তামা ও রূপার মধ্যে সবচেয়ে ভালো পরিবাহী হলো রূপা।

প্রশ্ন-১০. পাঁচটি সুপরিবাহী পদার্থের নাম লেখ।
উত্তর : পাঁচটি সুপরিবাহী পদার্থের নাম নিচে দেওয়া হল– রূপা, তামা, ইস্পাত, দস্তা ও লৌহ।

প্রশ্ন-১১. 1HP সমান কত Watt?
উত্তর : 1HP সমান 746 Watt।

প্রশ্ন-১২. তিনটি বিদ্যুৎ পরিবাহীর নাম লেখ।
উত্তর : তিনটি বিদ্যুৎ পরিবাহীর নাম : ১. তামা, ২. অ্যালুমিনিয়াম, ৩. রূপা।

প্রশ্ন-১৩. যে সকল পদার্থের মধ্য দিয়ে অতি সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে কি বলে?
উত্তর : বিদ্যুৎ পরিবাহী পদার্থ।

Rate this post