বৃত্ত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. বৃত্ত কাকে বলে?
উত্তর : কোনো সমতলের উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে (ধ্রুবক দূরত্বে) অবস্থিত বিন্দুসমূহের সেট একটি সঞ্চারপথ গঠন করে। এই সঞ্চারপথটিকে বৃত্ত (Circle) বলে।

প্রশ্ন-২. বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে?
উত্তর : বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত রেখাকে বৃত্তের ব্যাসার্ধ বলে। এটি ব্যাসের অর্ধেক।

প্রশ্ন-৩. সহায়ক বৃত্ত কাকে বলে?
উত্তর : কোনো উপবৃত্তের বৃহৎ অক্ষকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তকে উপবৃত্তটির সহায়ক বৃত্ত বলে।

প্রশ্ন-৪. এককেন্দ্রিক বৃত্ত কাকে বলে?
উত্তর : একই বিন্দু একাধিক বৃত্তের কেন্দ্র হলে বৃত্তগুলোকে এককেন্দ্রিক বৃত্ত বলে।

প্রশ্ন-৫. বৃত্তের বৃহত্তম জ্যা কাকে বলে?
উত্তর : বৃত্তের ব্যাসকে বৃত্তের বৃহত্তম জ্যা বলে।

প্রশ্ন-৬. নববিন্দু বৃত্ত কাকে বলে?
উত্তর : কোনো ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুত্রয়, শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহুত্রয়ের উপর অঙ্কিত লম্বত্রয়ের পাদবিন্দুত্রয় এবং শীর্ষবিন্দু ও লম্ববিন্দুর সংযোজক রেখাত্রয়ের মধ্যবিন্দুত্রয়, সর্বমোট এই নয়টি বিন্দু একই বৃত্তের উপর অবস্থান করে। এই বৃত্তকেই নববিন্দু বৃত্ত বলে।

 

শেষ কথা:

আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “বৃত্ত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts