পড়াশোনা
1 min read

চতুর্দশ অধ্যায় : জীবপ্রযুক্তি, নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান

প্রশ্ন-১। জীবপ্রযুক্তি কি?
উত্তর : জীবপ্রযুক্তি জীববিজ্ঞানের একটি ফলিত শাখা। যা বিজ্ঞানের বিভিন্ন শাখায় বাস্তব সমস্যা সমাধানের নতুন দিগন্ত খুলে দিয়েছে। মানুষের স্বাস্থ্য উন্নয়নে, উন্নতর ফসল সৃষ্টিতে, ফসলের মান ও পরিমাণ বৃদ্ধিতে, পরিবেশ প্রতিরক্ষায় এই প্রযুক্তি ব্যাপক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
প্রশ্ন-২। এক্সপ্ল্যান্ট কাকে বলে?
উত্তর : টিস্যুকালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ আলাদা করে নিয়ে ব্যবহার করা হয় তাকে এক্সপ্ল্যান্ট বলে।
প্রশ্ন-৩। জিন প্রকৌশল কী?
উত্তর : জীবপ্রযুক্তির বিশেষ রূপ হিসেবে কোষকেন্দ্রের জিন কণার পরিবর্তন ঘটিয়ে জীবদেহের গুণগত রূপান্তর ঘটানোই হলো জিন প্রকৌশল।
প্রশ্ন-৪। টিস্যু কী?
উত্তর : সাধারণত এক বা একাধিক ধরনের একগুচ্ছ কোষ সমষ্টিকে টিস্যু বলে।
প্রশ্ন-৫। রেস্ট্রিকশন এনজাইম কী?
উত্তর : রেস্ট্রিকশন এনজাইম হলো DNA কে কাটার জন্য ব্যবহৃত এক ধরনের বিশেষ এনজাইম।
প্রশ্ন-৬। কৌলিতত্ত্বের অপর নাম কী?
উত্তর : কৌলিতত্ত্বের অপর নাম জেনেটিক্স।
প্রশ্ন-৭। Inoculate কী?
উত্তর : জীবাণুমুক্ত তরল আবাদকে ঠাণ্ডা ও জমাট বাঁধার পর এক্সপ্লান্টগুলোকে পুষ্টিবর্ধক মিডিয়ামে স্থাপন করার প্রক্রিয়াকে Inoculate বলে।
প্রশ্ন-৮। GMO কী?
উত্তর : Genetically Modified Organism কে সংক্ষেপে GMO বলা হয়।
প্রশ্ন-৯। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জৈব প্রযুক্তির অপর নাম কী?
উত্তর : জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জৈব প্রযুক্তির অপর নাম হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি।
প্রশ্ন-১০। গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য কোন জিন ব্যবহৃত হয়েছে?
উত্তর : গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য Protein C জিন স্থানান্তর করা হয়েছে।
প্রশ্ন-১১। Biotechnology শব্দটির প্রবর্তক কে?
উত্তর : Karl Ereky Biotechnology শব্দটির প্রবর্তক।
প্রশ্ন-১২। বিটা-ক্যারোটিন কী?
উত্তর : বিটা-ক্যারোটিন এক ধরনের ভিটামিন-এ।
প্রশ্ন-১৩। ইন্টারফেরন কী?
উত্তর : ইন্টারফেরন হচ্ছে হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা।
প্রশ্ন-১৪। PRSV বা রিং স্পট ভাইরাস প্রতিরোধে সক্ষম কোন জাতটি উদ্ভাবিত হয়েছে?
উত্তর : PRSV বা রিং স্পট প্রতিরোধে সক্ষম পেঁপের জাত উদ্ভাবন করা হয়েছে।
প্রশ্ন-১৫। DNA ডাবল হেলিক্স মডেলের আবিষ্কারক কে?
উত্তর : DNA ডাবল হেলিক্স মডেলের আবিষ্কারক Watson ও Crick.
প্রশ্ন-১৬। কোন প্রজাতির অর্কিডের মেরিস্টেম হতে এক বছরে ৪০ হাজার চারা পাওয়া যায়?
উত্তর : সিম্বিডিয়াম নামক অর্কিড প্রজাতির একটি মেরিস্টেম হতে এক বছরে ৪০ হাজার চারা পাওয়া যায়।
প্রশ্ন-১৭। রেস্ট্রিকশন এনজাইমের কাজ কী?
উত্তর : নির্দিষ্ট স্থানে DNA কে ছেদন করার জন্য রেস্ট্রিকশন এনজাইম ব্যবহৃত হয়।
প্রশ্ন-১৮। জেনেটিক্যাল মডিফাইড ক্রপ কী?
উত্তর : সংকরায়ন ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে ফসলের বংশগতি পরিবর্তন করে যে নতুন ফসল উৎপাদন করা হয় তাকে জিএম ফসল বা জেনেটিক্যাল মডিফাইড ক্রপ বলে।
Rate this post