পড়াশোনা
1 min read

পদার্থবিজ্ঞান প্রশ্ন ও উত্তর (পর্ব-১৯)

প্রশ্ন-১। আর্কিমিডিসের আবিষ্কৃত নীতিটি লিখ।
উত্তরঃ কোন বস্তুকে কোন স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এ আপাত হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান।

প্রশ্ন-২। ভার্নিয়ার ধ্রুবক কি?
উত্তরঃ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একভাগ কতটুকু ছােট তার পরিমাপই হলাে ভার্নিয়ার ধ্রুবক।

প্রশ্ন-৩। আন্তঃআণবিক শক্তি কাকে বলে?
উত্তরঃ পদার্থের অণুসমূহের মধ্যকার আকর্ষণ শক্তিকে আন্তঃআণবিক শক্তি বলে।

প্রশ্ন-৪। নন-বায়ােডিগ্রেবল পদার্থ কাকে বলে?
উত্তরঃ যে সকল পদার্থ প্রাকৃতিক বিযােজক দ্বারা সহজে বিযােজিত হয় না তাকে নন-বায়ােডিগ্রেবল পদার্থ বলে।

প্রশ্ন-৫। কুরি বিন্দু কাকে বলে?
উত্তরঃ সর্বোচ্চ যে তাপমাত্রা পর্যন্ত একটি চুম্বকের চৌম্বকত্ব স্থির থাকে, এর অধিক তাপমাত্রায় চুম্বক তার চৌম্বকত্ব হারায়, সে তাপমাত্রাকে কুরি বিন্দু বলে। যেমন: লোহার কুরি তাপমাত্রা ৭৭০°C।

প্রশ্ন-৬। চুম্বকের নিশ্চিতকরণ পরীক্ষাটি লিখ।
উত্তরঃ একটি চুম্বক অন্য একটি চুম্বকের সমমেরুকে বিকর্ষণ এবং বিপরীত মেরুকে আকর্ষণ করে, ইহার চুম্বক নিশ্চিতকরণ পরীক্ষা।

প্রশ্ন-৭।আলোচ্য বস্তু কাকে বলে?
উত্তরঃ যে বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটাই আলোচ্য বস্তু।

প্রশ্ন-৮। যান্ত্রিক শক্তি কি?
উত্তরঃ যান্ত্রিক শক্তি হলো সেই শক্তি, যা কোনো বস্তু তার স্থির অবস্থান বা গতিশীল অবস্থার জন্য লাভ করে​।

প্রশ্ন-৯। যান্ত্রিক শক্তি কত প্রকার ও কি কি?
উত্তরঃ যান্ত্রিক শক্তি মূলত দুই প্রকার। যথা- বিভব শক্তি ও গতি শক্তি।

প্রশ্ন-১০। মনোজগৎ কাকে বলে?
উত্তরঃ আমাদের মন, আমাদের আবেগ-অনুভূতি, স্নেহ-মমতা, প্রেম-ভালোবাসা, আনন্দ-বেদনা ইত্যাদি নিয়ে যে জগৎ গঠিত তাকে মনোজগৎ বলে।

প্রশ্ন-১১। আতশি কাঁচ কাকে বলে?
উত্তরঃ ফরাসি ভাষায় আতশি কথার অর্থ আগুন। উত্তল লেন্সকে আতশি কাঁচ হিসাবে ব্যবহার করা হয়। উত্তল লেন্সের সাহায্যে আলোকরশ্মিকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করে আগুন জ্বালানোর কাজে ব্যবহৃত হয় বলে একে আতশি কাঁচ বলে।

প্রশ্ন-১২। বহু প্রতিধ্বনি কাকে বলে?
উত্তরঃ উৎস থেকে শব্দ উৎপন্ন হওয়ার পর তা যদি একাধিক প্রতিফলক মাধ্যমে বাধা পেয়ে ফিরে আসে তবে অনেকগুলো প্রতিধ্বনি শোনা যায়। একে বহু প্রতিধ্বনি বলে। মেঘ ডাকার পর বেশ কিছুক্ষণ গুড় গুড় শব্দ শোনা যায়। এটি বহু প্রতিধ্বনির উদাহরণ।

প্রশ্ন-১৩। ম্যাগনেটোমিটার কাকে বলে?
উত্তরঃ চৌম্বক পরিমাপে যেসব যন্ত্র ব্যবহৃত হয় তাদের চৌম্বকমান যন্ত্র বা ম্যাগনেটোমিটার বলে। ম্যাগনেটোমিটার দুই প্রকার। যথা- ১. বিক্ষেপ ম্যাগনেটোমিটার ও ২. দোলক বা কম্পন ম্যাগনেটোমিটার।

প্রশ্ন-১৪। Acoustics কি?
উত্তরঃ Acoustics হচ্ছে পদার্থ বিজ্ঞানের একটি শাখা যেখানে শব্দের প্রতিধ্বনি নিয়ন্ত্রণ করে আরামদায়ক এবং শ্রুতিমধুর শব্দ সঞ্চালনের জন্য হলঘর, অডিটোরিয়াম এর ডিজাইন কীভাবে করা যায় তা আলোচনা করে।

প্রশ্ন-১৫। চৌম্বক পদার্থ কাকে বলে?
উত্তরঃ যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদের চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে।

প্রশ্ন-১৬। অচৌম্বক পদার্থ কাকে বলে?
উত্তরঃ যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদের চুম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে।

প্রশ্ন-১৭। ডিনামাইট কি?
উত্তরঃ ডিনামাইট হলো সহজে ব্যবহারযোগ্য এক ধরনের বিস্ফোরক। রসায়নবিদ আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন। এই ডিনামাইট ব্যবহার করে অনেক শক্তিশালী বোমা তৈরি করা সম্ভব। প্রথম এটি খনি খননের বিস্ফোরক হিসেবে আবিষ্কৃত হলেও বর্তমানে প্রাণঘাতি বোমা তৈরিতে ব্যবহৃত হচ্ছে।’

প্রশ্ন-১৮। লম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর কৃতকার্য শূন্য কেন?
উত্তরঃ খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সরণ শূন্য হয় বলে বস্তু কর্তৃক কৃতকাজ শূন্য হয়।

প্রশ্ন-১৯। জুল কাকে বলে?
উত্তরঃ কোন বস্তুর ওপর এক নিউটন (1N) বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বলের প্রয়োগবিন্দুর এক মিটার (1m) সরণ হয়, তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল (1J) বলে।

প্রশ্ন-২০। অ্যাকুরিয়াম ১৫০ কি?
উত্তরঃ অ্যাকুরিয়াম ১৫০ হলো একটি পানি বিশুদ্ধকরণ যন্ত্র। এ যন্ত্রটি দুই ধাপে অবিশুদ্ধ পানিকে বিশুদ্ধ করে। প্রথম ধাপে অবিশুদ্ধ পানিকে ক্লোরিনের সাহায্যে জীবাণুমুক্ত করে। দ্বিতীয় ধাপে কার্বন ফিল্টারের সাহায্যে দুর্গন্ধ, বাজে স্বাদ দূর করা হয়।

Rate this post