পড়াশোনা
1 min read

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. মানবসম্পদ ব্যবসায় পরিবেশের কোন উপাদানের অন্তর্গত?

ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক

গ. সামাজিক ঘ. আইনগত

সঠিক উত্তর : খ

২. বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশ উন্নয়নে যেসব পদক্ষেপ হতে পারে, তা হলো—

i. জনগণের সঞ্চয়প্রবণতা বাড়ানো

ii. বিজ্ঞান ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ

iii. শেয়ারবাজারকে গতিশীল করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৩. আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসায়ের কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে?

ক. সামাজিক খ. রাজনৈতিক

গ. অর্থনৈতিক  ঘ. আইনগত

সঠিক উত্তর : খ

৪. জাতীয় বাজেট কোন পরিবেশের অন্তর্গত?

ক. অর্থনৈতিক খ. সামাজিক

গ. আইনগত ঘ. রাজনৈতিক

সঠিক উত্তর : ক

৫. বাংলাদেশের অধিকাংশ হোটেল-রেস্তোরাঁসমূহের খাদ্যতালিকা নির্ধারণে নিচের কোন পরিবেশটির প্রভাব রয়েছে?

ক. সামাজিক খ. অর্থনৈতিক

গ. প্রাকৃতিক ঘ. প্রযুক্তিগত

সঠিক উত্তর : ক

৬. মানবসম্পদ ব্যবসার কোন পরিবেশের উপাদানের অন্তর্গত?

ক. সামাজিক খ. রাজনৈতিক

গ. প্রাকৃতিক ঘ. অর্থনৈতিক

সঠিক উত্তর : ঘ

৭. বাংলাদেশের ব্যবসায় পরিবেশ উন্নয়নের পথে প্রতিবন্ধকতা হলো—

i. রাজনৈতিক অস্থিতিশীলতা

ii. সুশাসনের অভাব

iii. অনুন্নত অর্থনৈতিক পরিবেশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৮. জনসংখ্যা সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশের প্রেক্ষাপটে এর ভালো দিক হলো—

i. উৎপাদক ও ভোক্তা হিসেবে দ্বৈত ভূমিকা পালন

ii. বিদেশে জনশক্তি রপ্তানির সুযোগ

iii. পণ্য ও সেবার ব্যাপক বাজার সৃষ্টি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৯. নিচের কোনটি রাজনৈতিক পরিবেশের উপাদানবহির্ভূত?

ক. মানবসম্পদ খ. আন্তর্জাতিক সম্পর্ক

গ. সরকার ঘ. আইনশৃঙ্খলা পরিস্থিতি

সঠিক উত্তর : ক

১০. বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে পরিবেশের কোন উপাদান সবচেয়ে বেশি ভূমিকা রাখে?

ক. রাজনৈতিক খ. সামাজিক

গ. আইনগত ঘ. প্রযুক্তিগত

সঠিক উত্তর : ক

১১. নিচের কোন উপাদানটি ব্যবসায়ের বাহ্যিক পরিবেশের অন্তর্ভুক্ত?

ক. পরিচালনা পর্ষদ খ. শেয়ারহোল্ডার

গ. প্রতিযোগী ঘ. শ্রমিক–কর্মী

সঠিক উত্তর : গ

১২. দুটি দেশের মধ্যে সম্পাদিত ‘দ্বিপক্ষীয়’ চুক্তি ব্যবসায়ের কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

ক. অর্থনৈতিক খ. সামাজিক

গ. রাজনৈতিক ঘ. আইনগত

সঠিক উত্তর : গ

১৩. অপ্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি?

ক. ঐতিহ্য খ. জলবায়ু

গ. মৃত্তিকা ঘ. ভূমি

সঠিক উত্তর : ক

১৪. নৈতিকতা ও মূল্যবোধ কোন ব্যবসায় পরিবেশের সঙ্গে সরাসরি সম্পৃক্ত?

ক. সামাজিক খ. রাজনৈতিক

গ. অর্থনৈতিক  ঘ. আইনগত

সঠিক উত্তর : ক

১৫. চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলার পেছনে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের প্রভাব রয়েছে?

ক. সামাজিক খ. অর্থনৈতিক

গ. রাজনৈতিক ঘ. প্রাকৃতিক

সঠিক উত্তর : ঘ

১৬. কোন জাতির মধ্যে ব্যবসায়–বাণিজ্যের প্রচলন অধিক লক্ষ করা যায়?

ক. বৌদ্ধ খ. হিন্দু

গ. খ্রিষ্টান ঘ. মুসলিম

সঠিক উত্তর : গ

১৭. অর্থনৈতিক পরিবেশের উপাদান হচ্ছে —

i. শুল্ক ও কর

ii. ব্যয় ও ভোগ

iii. খনিজ সম্পদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

১৮. রাসেল সিলেট জেলার জৈন্তাপুরে সরকারি জমি লিজ নিয়ে কমলালেবুর চাষাবাদ শুরু করেন। তাঁকে পরিবেশের কোন উপাদান বিবেচনায় রাখতে হবে?

ক. রাজনৈতিক খ. সামাজিক

গ. প্রযুক্তিগত ঘ. প্রাকৃতিক

সঠিক উত্তর : ঘ

১৯. ‘সার্বভৌমত্ব’ ব্যবসায়ের কোন পরিবেশের উপাদানের অন্তর্গত?

ক. রাজনৈতিক খ. সামাজিক

গ. প্রাকৃতিক ঘ. আইনগত

সঠিক উত্তর : ক

২০. সরকারের শিক্ষানীতি কোন পরিবেশের উপাদান?

ক. সামাজিক খ. অর্থনৈতিক

গ. আইনগত ঘ. রাজনৈতিক

সঠিক উত্তর : ঘ

২১. আন্তর্জাতিক পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে —

i. আঞ্চলিক জোট

ii. আর্থিক নীতি

iii. মুক্তবাজার অর্থনীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

২২. অভ্যন্তরীণ ব্যবসায়ের জন্য মারাত্মক হুমকি কোনটি?

ক. বীমার অপ্রতুলতা

খ. যাতায়াত সমস্যা

গ. জনসংখ্যার আধিক্য

ঘ. প্রতিকূল আইনশৃঙ্খলা পরিস্থিতি

সঠিক উত্তর : ঘ

২৩. প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি?

ক. সুনাম

খ. মূল্যবোধ

গ. দেশীয় অবস্থান

ঘ. ভোক্তাদের মনোভাব

সঠিক উত্তর : গ

২৪. শিক্ষা কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

ক. সামাজিক খ. রাজনৈতিক

গ. অর্থনৈতিক ঘ. আইনগত

সঠিক উত্তর : ক

২৫. দেশের শেয়ারবাজার কোন ধরনের পরিবেশের উপাদান?

ক. অর্থনৈতিক খ. রাজনৈতিক

গ. আন্তর্জাতিক ঘ. আইনগত

সঠিক উত্তর : ক

২৬. বাহ্যিক পরিবেশের উপাদানের অন্তর্গত হলো —

i. কৌশলগত মিত্র

ii. সরকারি সংস্থা

iii. ভোক্তা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

২৭. তুরস্কে প্রচুর ফল জন্মালেও মদশিল্প গড়ে না ওঠার পেছনে কোনটির প্রভাব লক্ষণীয়?

ক. আইনগত খ. অর্থনৈতিক

গ. সামাজিক ঘ. রাজনৈতিক

সঠিক উত্তর : গ

২৮. ব্যবসাবান্ধব নীতিমালা নিচের কোন পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত?

ক. আইনগত ও রাজনৈতিক

খ. সামাজিক ও আইনগত

গ. সামাজিক ও রাজনৈতিক

ঘ. রাজনৈতিক ও অর্থনৈতিক

সঠিক উত্তর : ক

২৯. ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশকে প্রভাবিত করে —

i. বিনিয়োগ

ii. দক্ষ উদ্যোক্তা

iii. মাথাপিছু আয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩০. বরেন্দ্র এলাকায় অত্যধিক বিদ্যুচ্চালিত গভীর নলকূপ ব্যবহারের ফলে পরিবেশের যে উপাদানের বিপর্যয় আশঙ্কা করা হচ্ছে —

i. পানি

ii. মাটি

iii. বায়ু

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

4.9/5 - (7 votes)