১. পাকিস্তান গণপরিষদে কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. ধীরেন্দ্রনাথ দত্ত
ঘ. শেরেবাংলা এ কে ফজলুল হক
সঠিক উত্তর : গ
২. পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি কী ছিল?
ক. ভারত ও পাকিস্তানের সীমানা আলাদা
খ. হিন্দু ও মুসলিম দুই জাতি
গ. হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতির অভাব রয়েছে
ঘ. ভারত ও পাকিস্তানের সংস্কৃতি ভিন্ন ধরনের
সঠিক উত্তর : খ
৩. পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল কত সালে?
ক. ১৯৪৬ সালে খ. ১৯৭১ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৫৬ সালে
সঠিক উত্তর : গ
৪. পাকিস্তানের ঐক্যসূত্র করতে গিয়ে কোন ভাষাকে প্রাধান্য দেওয়া হয়?
ক. বাংলা খ. উর্দু
গ. ফারসি ঘ. হিন্দি
সঠিক উত্তর : খ
৫. ‘আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’—কে বলেছিলেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ধীরেন্দ্রনাথ দত্ত
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর : গ
৬. ‘পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু’—ঘোষণাটি কে দেন?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. লিয়াকত আলী খান
গ. আইয়ুব খান
ঘ. এ কে ফজলুল হক
সঠিক উত্তর : ক
৭. ১৯৪৮ সালের কোন মাসে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষার ঘোষণা দেন?
ক. ফেব্রুয়ারি খ. ডিসেম্বর
গ. মার্চ ঘ. জানুয়ারি
সঠিক উত্তর : গ
৮. ১৯৭১ সালের কত তারিখে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে?
ক. ২৫ মার্চ রাতে খ. ১৬ ডিসেম্বর
গ. ৭ মার্চ ঘ. ২৫ মার্চ দিনে
সঠিক উত্তর : ক
৯. ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের সময় পাকিস্তানের মোট জনসংখ্যার মধ্যে বাঙালি জনসংখ্যা কত ছিল?
ক. ৩ লাখ
খ. ৪ কোটি ৪০ লাখ
গ. ৪ কোটি ৫০ লাখ
ঘ. ৫ কোটি
সঠিক উত্তর : খ
১০. ভাষা আন্দোলনের কারণ কী ছিল?
ক. উর্দুকে রাষ্ট্রভাষা করা
খ. বাংলাকে রাষ্ট্রভাষা করা
গ. ইংরেজিকে রাষ্ট্রভাষা করা
ঘ. বাধ্যতামূলক উর্দুর ব্যবহার
সঠিক উত্তর : খ
১১. কত সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৫৬ সালে ঘ. ১৯৬৬ সালে
সঠিক উত্তর : ক
১২. ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি কে শহিদ হয়েছিলেন?
ক. শফিউর খ. বরকত
গ. রফিক ঘ. সালাম
সঠিক উত্তর : ক
১৩. ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনার তৈরি হয় কত সালে?
ক. ১৯৪৮ সালে খ. ১৯৬৩ সালে
গ. ১৯৬৫ সালে ঘ. ১৯৬৯ সালে
সঠিক উত্তর : খ
১৪. সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি অর্জন করে কত সালে?
ক. ১৯৫৩ সালে খ. ১৯৫৪ সালে
গ. ১৯৫৫ সালে ঘ. ১৯৫৬ সালে
সঠিক উত্তর : ঘ
১৫. ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে কত সালে?
ক. ১৯৯৩ সালে খ. ১৯৯৬ সালে
গ. ১৯৯৯ সালে ঘ. ২০০১ সালে
সঠিক উত্তর : গ
১৬. কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়?
ক. ইউনিসেফ খ. ইউনেসকো
গ. ইউএনডিপি ঘ. ইউনিফোম
সঠিক উত্তর : খ
১৭. ১৯৫২ সালের কত তারিখে শহিদ মিনার তৈরি করা হয়?
ক. ২১ ফেব্রুয়ারি খ. ২২ ফেব্রুয়ারি
গ. ২৩ ফেব্রুয়ারি ঘ. ২৩ মার্চ
সঠিক উত্তর : গ
১৮. রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৪৮ সালের মার্চ মাসের কত তারিখে সাধারণ ধর্মঘট পালিত হয়?
ক. ২ মার্চ খ. ৯ মার্চ
গ. ১১ মার্চ ঘ. ২০ মার্চ
সঠিক উত্তর : গ
১৯. ভাষা আন্দোলনের ফলে—
i. ভাষার স্বীকৃতি লাভ হয়
ii. গৃহযুদ্ধ শুরু হয়
iii. বাঙালি জাতীয়তাবোধ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
২০. ১৯৫৪ সালের আইন পরিষদের নির্বাচনে মোট কয়টি দল অংশগ্রহণ করে?
ক. ১৪ খ. ১৫
গ. ১৬ ঘ. ১৭
সঠিক উত্তর : গ
২১. যুক্তফ্রন্ট কোন প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল?
ক. ধানের শীষ খ. লাঙ্গল
গ. নৌকা ঘ. শাপলা
সঠিক উত্তর : গ
২২. যুক্তফ্রন্ট জনগণের সামনে কত দফা কর্মসূচি প্রকাশ করে?
ক. ৬ দফা খ. ১১ দফা
গ. ২১ দফা ঘ. ৮ দফা
সঠিক উত্তর : গ
২৩. যুক্তফ্রন্টের বিজয়কে পত্রপত্রিকায় কী বলে আখ্যায়িত করা হয়েছিল?
ক. বিপুল জয় খ. ব্যালট জয়
গ. ভোট–বিপ্লব ঘ. ব্যালট–বিপ্লব
সঠিক উত্তর : ঘ
২৪. ১৯৫৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দল বা জোটের তরুণ নেতা ছিলেন?
ক. যুক্তফ্রন্টের খ. গণতন্ত্রী দলের
গ. আওয়ামী লীগ ঘ. মুসলিম লীগ
সঠিক উত্তর : ক
২৫. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন পায়?
ক. ২৩৫টি খ. ২৩৬টি
গ. ২৩৭টি ঘ. ২৩৮টি
সঠিক উত্তর : খ
২৬. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে?
ক. ১০৪টি খ. ১৫৪টি
গ. ১৬০টি ঘ. ১৬৭টি
সঠিক উত্তর : ঘ
২৭. বঙ্গবন্ধু পাকিস্তানের কোন শহরে ছয় দফা পেশ করেছিলেন?
ক. করাচি খ. পেশোয়ার
গ. লাহোর ঘ. রাওয়ালপিন্ডি
সঠিক উত্তর : গ
২৮. ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন কে?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. এ কে ফজলুল হক
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ঘ. মাওলানা ভাসানী
সঠিক উত্তর : ক
২৯. ঐতিহাসিক ‘আগরতলা মামলা’ কত সালে দায়ের করা হয়?
ক. ১৯৬৭ সালে খ. ১৯৬৮ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭০ সালে
সঠিক উত্তর : খ
৩০. আগরতলা মামলার মোট আসামি কত জন?
ক. ৩৫ জন খ. ৩৮ জন
গ. ৪০ জন ঘ. ৪৫ জন
সঠিক উত্তর : ক
৩১. ঐতিহাসিক আগরতলা মামলার ‘এক নম্বর’ আসামি করা হয় কাকে?
ক. এ কে ফজলুল হককে
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে
গ. মাওলানা ভাসানীকে
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
সঠিক উত্তর : ঘ
৩২. আইয়ুব খানের পতন হয় কখন?
ক. ১৯৫৮ সালের ২৫ মার্চ
খ. ১৯৬৯ সালের ২৫ মার্চ
গ. ১৯৭০ সালের ২৫ মার্চ
ঘ. ১৯৬৭ সালের ২৫ মার্চ
সঠিক উত্তর : খ
৩৩. আইয়ুব খান ১৯৬৯ সালের কত তারিখে আগরতলা মামলা প্রত্যাহার করেন?
ক. ২৩ মার্চ খ. ২২ মার্চ
গ. ২২ ফেব্রুয়ারি ঘ. ২৫ মার্চ
সঠিক উত্তর : গ
৩৪. ১৯৪৭-৭১ সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীদের ২১১ জনের মধ্যে বাঙালি ছিলেন কত জন?
ক. ৫৪ জন খ. ৯০ জন
গ. ৯৩ জন ঘ. ৯৫ জন
সঠিক উত্তর : ঘ
৩৫. পাকিস্তান আমলে সামরিক বাহিনীর অফিসার পদে শতকরা কত ভাগ বাঙালি ছিলেন?
ক. ৫ ভাগ খ. ১০ ভাগ
গ. ২১ ভাগ ঘ. ৩৫ ভাগ
সঠিক উত্তর : ক
৩৬. ‘ছায়ানট’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৫৪ সালে খ. ১৯৬১ সালে
গ. ১৯৬২ সালে ঘ. ১৯৬৬ সালে
সঠিক উত্তর : খ
৩৭. ১৯৭০ সালের পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে?
ক. ২৯০টি খ. ২৯৮টি
গ. ৩০০টি ঘ. ৩০১টি
সঠিক উত্তর : খ
৩৮. যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়?
ক. ১৯৫৪ সালে খ. ১৯৫৬ সালে
গ. ১৯৫৮ সালে ঘ. ১৯৬০ সালে
সঠিক উত্তর : ক
৩৯. যুক্তফ্রন্ট জনগণের সামনে কত দফা কর্মসূচি প্রকাশ করেছিল?
ক. ১১ দফা খ. ১৫ দফা
গ. ২১ দফা ঘ. ২৫ দফা
সঠিক উত্তর : গ
৪০. পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে কতটি আসন ছিল?
ক. ২৪৫টি খ. ২৯৮টি
গ. ৩০৯টি ঘ. ৩১৯টি
সঠিক উত্তর : গ
৪১. পূর্ব বাংলার প্রাপ্ত বয়স্কদের ভোটে প্রথম সর্বজনীন নির্বাচন ছিল কোনটি?
ক. ১৯৪৮ সালের নির্বাচন
খ. ১৯৫৪ সালের নির্বাচন
গ. ১৯৭০ সালের নির্বাচন
ঘ. ১৯৭২ সালের নির্বাচন
সঠিক উত্তর : খ
৪২. কোন দলটি গণবিরোধী দল হিসেবে পরিচিত হয়?
ক. মুসলিম লীগ খ. যুক্তফ্রন্ট
গ. প্রাদেশিক দল ঘ. কংগ্রেস
সঠিক উত্তর : ক
৪৩. মুসলিম লীগ কোন সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে একটি আসনেও জয় লাভ করেনি?
ক. ১৯৫২ সালের খ. ১৯৫৪ সালের
গ. ১৯৭০ সালের গ. ১৯৭১ সালের
সঠিক উত্তর : গ
৪৪. প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কবে দেশে সামরিক আইন জারি করেন?
ক. ১৯৫৮ সালের ৭ অক্টোবর
খ. ১৯৫৮ সালের ১৭ অক্টোবর
গ. ১৯৫৯ সালের ২৭ অক্টোবর
ঘ. ১৯৬৬ সালের ৭ অক্টোবর
সঠিক উত্তর : ক
৪৫. কে ১৯৬২ সালে একটি সংবিধান রচনা করেন?
ক. ইস্কান্দার মির্জা খ. আইয়ুব খান
গ. ইয়াহিয়া খান ঘ. জুলফিকার আলী
সঠিক উত্তর : খ
৪৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন?
ক. ১৯৬৫ সালের ২১ মার্চ
খ. ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি
গ. ১৯৬৬ সালের ২৫ ফেব্রুয়ারি
ঘ. ১৯৬৭ সালের ৫ ফেব্রুয়ারি
সঠিক উত্তর : খ
৪৭. ছয় দফা মূলত কিসের দাবি ছিল?
ক. নির্বাচনের খ. ক্ষমতা হস্তান্তরের
গ. স্বায়ত্তশাসনের ঘ. স্বাধীনতার
সঠিক উত্তর : গ
৪৮. জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে?
ক. ১৬৭টি খ. ১৭৭টি
গ. ১৮৭টি ঘ. ২০৭টি
সঠিক উত্তর : ক
৪৯. আইয়ুব খানের আমলে ৬২ জন মন্ত্রীর মধ্যে বাঙালি ছিলেন কয় জন?
ক. ১৫ জন খ. ২০ জন
গ. ২২ জন ঘ. ২৫ জন
সঠিক উত্তর : গ
৫০. পাকিস্তানের প্রথম শ্রেণির পদে কত ভাগ বাঙালি অফিসার ছিলেন?
ক. ২৩ জন খ. ২৫ জন
গ. ২৭ জন ঘ. ৩০ জন
সঠিক উত্তর : ক
Leave a Comment