Modal Ad Example
শিক্ষা সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ২ দিন ছুটি! আসছে নতুন কারিকুলাম

1 min read

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে দেশে নতুন কারিকুলাম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে মাধ্যমিক স্তরে এটি ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হলেও প্রাথমিক স্তরে শুরু হবে মার্চ থেকে। নতুন এই কারিকুলাম অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীরা সপ্তাহে দুই দিন ছুটি কাটাতে পারবেন।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলাম ট্রাইআউট ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রাথমিকে মার্চ থেকে শুরু হবে। মাধ্যমিকে ৬২টি এবং প্রাথমিকেও একই সংখ্যায় করার কথা রয়েছে।

করোনা মহামারির আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটির পাশাপাশি সাপ্তাহিক দুই দিন ছুটির বিষয়ে তিনি বলেন, প্রাথমিকে শনিবার ছুটি রাখেন না। এখন থেকে রাখবেন, সেই সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি, একজন শিক্ষক বা শিক্ষার্থীর সপ্তাহে দুটো দিন…, একটু যদি ব্রেক না হয়।Somoy Tv News
সম্পূর্ণ নিউজ সময়
বাংলাদেশ
১৯ টা ১ মিনিট, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ২ দিন ছুটি, আসছে নতুন কারিকুলাম
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে দেশে নতুন কারিকুলাম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে মাধ্যমিক স্তরে এটি ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হলেও প্রাথমিক স্তরে শুরু হবে মার্চ থেকে। নতুন এই কারিকুলাম অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীরা সপ্তাহে দুই দিন ছুটি কাটাতে পারবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ২ দিন ছুটি, আসছে নতুন কারিকুলাম
মহানগর ডেস্ক

১ মিনিটে পড়ুন
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলাম ট্রাইআউট ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রাথমিকে মার্চ থেকে শুরু হবে। মাধ্যমিকে ৬২টি এবং প্রাথমিকেও একই সংখ্যায় করার কথা রয়েছে।

করোনা মহামারির আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটির পাশাপাশি সাপ্তাহিক দুই দিন ছুটির বিষয়ে তিনি বলেন, প্রাথমিকে শনিবার ছুটি রাখেন না। এখন থেকে রাখবেন, সেই সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি, একজন শিক্ষক বা শিক্ষার্থীর সপ্তাহে দুটো দিন…, একটু যদি ব্রেক না হয়।

আরও পড়ুন : এবার অদম্য তামান্নার সঙ্গে কথা বললেন শিক্ষামন্ত্রী (ভিডিও)

তিনি বলেন, এখন তো কম সময় ক্লাস করছিল, তারপরও একটু ব্রেক দরকার আছে। সেটাকে যদি বাদ দিয়ে দিতে পারতাম, তাহলে কয়েকটা দিন বেশি পেতাম। মাসে চারটা দিন বেশি পেতাম, সেটা ঠিক। আবার ধর্মীয় কিছু ছুটি আছে, নানা রকম বিষয় আছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নতুন শিক্ষাক্রম অনুসারে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হচ্ছে। এছাড়া এই শিক্ষাক্রম ২০২২ সালে শুরু হলেও ২০২৩ সাল থেকে পরিমার্জিত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ে ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রম বাস্তবায়ন হবে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x