সেট বিষয়ক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. সেট কাকে বলে?
উত্তর : বাস্তব জগতের সু-সংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে।

প্রশ্ন-২. সেট সাধারণত কত প্রকার?
উত্তর : সেট সাধারণত তিন প্রকার।

প্রশ্ন-৩. সংযোগ সেট কাকে বলে?
উত্তর : দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে।

প্রশ্ন-৪. ভেনচিত্রে সাধারণত কোন ধরনের ক্ষেত্রগুলো ব্যবহার করা হয়ে থাকে?
উত্তর : ভেনচিত্রে সাধারণত আয়তকার ও বৃত্তাকার ক্ষেত্র ব্যবহার করা হয়ে থাকে।

প্রশ্ন-৫. নিচ্ছেদ সেট কী?
উত্তর : দুটি সেটের ছেদ সেট ফাঁকা সেট হলে, সেটদ্বয় পরস্পর নিচ্ছেদ সেট।

প্রশ্ন-৬. কে সর্বপ্রথম ভেনচিত্রের সাহায্যে সেট প্রকাশের পদ্ধতি আবিষ্কার করেন?
উত্তর : জন ভেন সর্বপ্রথম ভেনচিত্রের সাহায্যে সেট প্রকাশের পদ্ধতি আবিষ্কার করেন।

প্রশ্ন-৭. ছেদ সেট কাকে বলে?
উত্তর : দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে।

প্রশ্ন-৮. ফাঁকা সেটকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর : ফাঁকা সেটকে { } দ্বারা প্রকাশ করা হয়।

প্রশ্ন-৯. ফাঁকা সেট কাকে বলে?
উত্তর : যে সেটের কোন উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে।

প্রশ্ন-১০. অসীম সেট কাকে বলে?
উত্তর : যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে।

প্রশ্ন-১১. প্রকৃত উপসেট কাকে বলে?
উত্তর : কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে।

প্রশ্ন-১২. সসীম সেট কাকে বলে?
উত্তর : যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে।

প্রশ্ন-১৩. সেটের প্রকারভেদগুলো কি কি?
উত্তর : সেটের প্রকারভেদগুলো হলো– সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট।

প্রশ্ন-১৪. সেট প্রকাশের পদ্ধতি কি কি?
উত্তর : সেট প্রকাশের পদ্ধতি হলো তালিকা পদ্ধতি ও গঠন পদ্ধতি।

প্রশ্ন-১৫. একক সেটের উপাদান সংখ্যা কতটি?
উত্তর : একক সেটের উপাদান সংখ্যা 1টি।

প্রশ্ন-১৬. সেট প্রকাশের পদ্ধতি কতটি?
উত্তর : সেট প্রকাশের পদ্ধতি ২টি।

প্রশ্ন-১৭. ফাঁকা সেটের উপাদান সংখ্যা কয়টি?
উত্তর : ফাঁকা সেটের উপাদান সংখ্যা 1 টি।

প্রশ্ন-১৮. সেটের উপাদান কাকে বলে?
উত্তর : সেটের প্রত্যেক সদস্যকে সেটের উপাদান বলে।

প্রশ্ন-১৯. সেট তত্ত্বের জনক কে?
উত্তর : সেট তত্ত্বের জনক জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর।

প্রশ্ন-২০. ভেনচিত্র বলতে কি বুঝায়?
উত্তর : ভেনচিত্র বলতে বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র দ্বারা সেটের প্রকাশ বুঝায়

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *