পড়াশোনা
0 min read

সিবেক ক্রিয়া কাকে বলে? এনার্জি সেভিং বাল্ব কী?

সিবেক ক্রিয়া কাকে বলে?
দুটি ভিন্ন ধাতুর তৈরি দুটি তারের প্রান্ত পরস্পর সংযুক্ত করে বর্তনী তৈরি করে সংযোগস্থল দুটিকে ভিন্ন তাপমাত্রায় রাখলে উষ্ণতার পার্থক্যের দরুন একটি তড়িচ্চালক শক্তির উদ্ভব হয় এবং বর্তনীতে তড়িৎপ্রবাহের সৃষ্টি হয়। এই ক্রিয়াকে সিবেক ক্রিয়া বলে।

এনার্জি সেভিং বাল্ব কী?
এনার্জি সেভিং বাল্ব একটি জ্বালানি সাশ্রয়ী বাল্ব যাতে বিদ্যুৎ এর খরচ অত্যন্ত কম হয়। এতে বিশেষ ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করা হয় যা অতি অল্প বিদ্যুৎ ব্যয়ে অধিক আলো বাল্বের মাধ্যমে চারদিক ছড়িয়ে দেয়। আমাদের দেশে বিদ্যুৎ এর উপর চাপ কমাতে এ জাতীয় বাল্ব ব্যবহারের উপর সরকার অধিক গুরুত্ব আরোপ করেছে

Rate this post