জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১৬ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

প্রশ্ন-১. ই-মেইল ঠিকানা লেখার বিশেষ ক্যারেক্টার কোনটি?
উত্তর : @

প্রশ্ন-২. কোন টপোলজি একটি কেন্দ্রীয় Hub এর সাথে সংযুক্ত থাকে?
উত্তর : স্টার।

প্রশ্ন-৩. ইন্টারনেটে মানুষ ও কম্পিউটারকে আলাদা করে বোধগম্য করার পদ্ধতিকে কী বলে?
উত্তর : Captcha

প্রশ্ন-৪. Router শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : Route

প্রশ্ন-৫. NIC কীসের নাম?
উত্তর : এডাপ্টারের।

প্রশ্ন-৬. “সংযুক্তই উৎপাদনশীলতা”–উক্তিটি কার?
উত্তর : ড. ইকবাল কাদিরের।

প্রশ্ন-৭. কোন ওয়েবসাইটগুলো ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টি করে দিয়েছে?
উত্তর : ওডেক্স, ফ্রিল্যান্সার, ই-ল্যান্স ইত্যাদি।

প্রশ্ন-৮. বাংলা সার্চ ইঞ্জিনের নাম কি?
উত্তর : www.pipilika.com

প্রশ্ন-৯. কত সালে প্রথম মহাকাশে জিও স্টেশনারী স্যাটেলাইট স্থাপন করা হয়?
উত্তর : ১৯৬৪

প্রশ্ন-১০. কম্পিউটারে প্রোগ্রামকে ভাইরাস হিসেবে প্রথম সম্বোধন করেন কে?
উত্তর : ফ্রেডরিক বি. কোহেন।

প্রশ্ন-১১. EPOS- এর পূর্ণরূপ কি?
উত্তর : Electronic Point of Sale.

প্রশ্ন-১২. কোনো ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তগুলোর মধ্যকার নিজস্ব যোগাযোগ রক্ষার গ্রহণযোগ্য মাধ্যম কোনটি?
উত্তর : ইন্ট্রানেট।

প্রশ্ন-১৩. বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল কোনটি?
উত্তর : www.bangladesh.gov.bd

প্রশ্ন-১৪. মাইকেল ক্যালসি ডেল, ইয়াহু, আমাজন, ই-বে ও সিএনএনের মত বড় বড় প্রতিষ্ঠানকে হ্যাক করে কত ডলার ক্ষতি করেছিল?
উত্তর : ১০০ কোটি।

প্রশ্ন-১৫. বর্তমানে তরুণ প্রজন্ম কোনটিতে সবচেয়ে বেশি সময় ব্যয় করছে?
উত্তর : সামাজিক যোগাযোগ ব্যবহার করে।

প্রশ্ন-১৬. ম্যালওয়্যার বৃদ্ধির প্রধান কারণ কি কি?
উত্তর : ডিভিডি এর ব্যবহার, মেমোরি কার্ডের ব্যবহার, পেন ড্রাইভ এর ব্যবহার।

প্রশ্ন-১৭. কুইক একসেস টুলবারের নামকরণের কারণ কি?
উত্তর : বেশি ব্যবহৃত হয় বলে।

প্রশ্ন-১৮. এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্কবুকের শিরোনাম যে বারে লেখা থাকে সেই বারকে কী বলে।
উত্তর : টাইটেল বার।

প্রশ্ন-১৯. ওয়ার্কশীটের উপরের দিক থেকে নিচের দিকে চলে আসা ঘরগুলোকে কী বলে?
উত্তর : কলাম।

প্রশ্ন-২০. কোন সফটওয়্যারটি অন্য সফটওয়্যারকে কার্যসম্পাদনে বাধা প্রদান করে, কর্মক্ষমতা বিনষ্ট করতে পারে এবং রক্ষিত তথ্য চুরি করতে পারে?
উত্তর : ম্যালওয়্যার।

প্রশ্ন-২১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ অনুসারে হ্যাকিং এর জন্য কত বছরের কারাদণ্ডের বিধান আছে?
উত্তর : ৩ থেকে ৭ বছর।

প্রশ্ন-২২. গাণিতিক সমস্যা সমাধানের জন্য কোন সাইটটি ব্যবহার করা হয়?
উত্তর : www.wolframalpha.com

প্রশ্ন-২৩. ম্যালওয়্যার কত প্রকার?
উত্তর : ৩।

প্রশ্ন-২৪. ‘ডাপরোসি’ কী?
উত্তর : কম্পিউটার ভাইরাস।

প্রশ্ন-২৫. সেলের সমষ্টিকে কী বলে?
উত্তর : সেল রেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *