ট্রেনের বগি বোঝাই যাত্রী রেখে কমলাপুর থেকে ছেড়ে গেল ট্রেন
সোমবার (০৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে যাত্রী বোঝাই বগি রেখে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেলো পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রন। ট্রেনটি যাওয়ার পর দেখা যায় তার পেছনের বগি রেখেই ট্রেন গন্তব্য ছেড়ে চলে গেছে।
জানা যায়, ট্রেনটি ছাড়ার সঠিক সময় ছিল সকাল ১০টা দশ মিনিটে। কিন্তু ট্রেনটি কমলাপুর ছাড়ে ১১টায়। জানা গেছে, একতা এক্সপ্রেসের ‘ট’ নম্বর বগির জন্য ১০৫ জন যাত্রী টিকিট কেটেছিলেন। তাদের অধিকাংশ যাত্রী এ ঘটনায় ট্রেনটি মিস করেছেন।
ট্রেনটির ‘ট’ নম্বর বগিতে আগে থেকেই ত্রুটি ছিল তাই সেটিকে বাতিল করা হয় এবং মূল ট্রেনের শেষে রাখা হয়। ফলে অনেক যাত্রী বগি বাতিলের তথ্য না জেনেই সেখানে উঠে পড়ে।