ব্লাড গ্রুপ কি? ব্লাড গ্রুপ কয়টি ও কি কি? What is Blood Group in Bangla?

রক্তের লোহিত রক্ত কণিকায় বিভিন্ন এন্টিজেনের উপস্থিত অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তকে যে সকল গ্রুপে ভাগ করা হয়েছে তাদের ব্লাড গ্রুপ (Blood Group) বলে।

ব্লাড গ্রুপ কয়টি ও কি কি?
ব্লাড গ্রুপ চারটি। যথা : A, B, AB এবং O। এদের মধ্যে AB-কে সর্বজনীন গ্রহীতা এবং O-কে সর্বজনীন দাতা বলা হয়।

ব্লাড গ্রুপ পজেটিভ বা নেগেটিভ হয় কেন?
ব্লাড গ্রুপ পজেটিভ বা নেগেটিভ হয় রক্তের লোহিত কণিকায় প্লাজমা মেমব্রেনে Rh ফ্যাক্টরের উপস্থিতি-অনুপস্থিতির ওপর ভিত্তি করে। যদি কোন ব্যক্তির রক্তের লোহিত কণিকায় ‘Rh এগ্লুটিনোজেন’ নামক বিশেষ উপাদান থাকে, তবে ঐ ব্যক্তির রক্তের গ্রুপ পজেটিভ। আর ‘Rh এগুটিনোজেন’ না থাকলে রক্তের গ্রুপ নেগেটিভ হবে।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ব্লাড গ্রুপ কি? ব্লাড গ্রুপ কয়টি ও কি কি?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts