এইচএসসি (HSC) অর্থনীতি ২য় পত্র ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

১. ‘শিল্পনীতি ২০১০’ অনুযায়ী বাংলাদেশের শিল্পকে কত ভাগে ভাগ করা হয়েছে?

ক. ৬ খ. ৭

গ. ৮ ঘ. ৯

সঠিক উত্তর : ঘ

২. জ্ঞান ও পুঁজিনির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক শিল্পকে কী বলে?

ক. মাইক্রো শিল্প খ. আইটি শিল্প

গ. হাইটেক শিল্প ঘ. বৃহৎ শিল্প

সঠিক উত্তর : গ

৩. শিল্পনীতি ২০১০ অনুযায়ী কুটিরশিল্পে শ্রমিক সংখ্যা কত?

ক. ১০ খ. ২০

গ. ৩০ ঘ. ৪০

সঠিক উত্তর : ক

৪. পাট ও সিমেন্ট শিল্প কোন খাতের শিল্প?

ক. ম্যানুফ্যাকচারিং

খ. বৃহৎ

গ. নন–ম্যানুফ্যাকচারিং

ঘ. মাঝারি

সঠিক উত্তর : ক

৫. কাচ, সাবান ও রেশম কোন শিল্পের অন্তর্ভুক্ত?

ক. বৃহৎ খ. মাঝারি

গ. ক্ষুদ্র ঘ. কুটির

সঠিক উত্তর : গ

৬. বাংলাদেশে কতটি ইপিজেড রয়েছে?

ক. ৫টি খ. ৬টি

গ. ৭টি ঘ. ৮টি

সঠিক উত্তর : ঘ

৭. বাংলাদেশে কত সালে সর্বপ্রথম পাটকল স্থাপিত হয়?

ক. ১৯৫১ সালে খ. ১৯৫২ সালে

গ. ১৯৫৩ সালে ঘ. ১৯৫৪ সালে

সঠিক উত্তর : ক

৮. তৈরি পোশাক শিল্পের সমস্যা সমাধানে প্রয়োজন—

i. সুষ্ঠু আমদানি নীতি

ii. প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ

iii. শ্রমিক সমস্যার নিরসন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৯. পাটশিল্প উন্নয়নে প্রয়োজন —

i. কাঁচা পাটের উপযুক্ত দাম নির্ধারণ

ii. কাঁচা পাটের গুণগত মান উন্নয়ন

iii. পাটচাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

১০. বাংলাদেশের পোশাকশিল্পে প্রথম বিনিয়োগ আসে কোন দেশ থেকে?

ক. চীন খ. যুক্তরাষ্ট্র

গ. কোরিয়া ঘ. মালদ্বীপ

সঠিক উত্তর : গ

১১. ‘শিল্পনীতি ২০১০’ কত সালে ঘোষিত হয়?

ক. ২০০৮ সালে খ. ২০১১ সালে

গ. ২০১৪ সালে ঘ. ২০১৭ সালে

সঠিক উত্তর : খ

১২. PPP – এর পূর্ণ রূপ কী?

ক. Public Private Partnership

খ. Public Product Partnership

গ. People Private Partnership

ঘ. Product Policy Program

সঠিক উত্তর : ক

১৩. চামড়াশিল্পের সমস্যা সমাধানে প্রয়োজন —

i. সুষ্ঠু প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা

ii. প্রযুক্তিগত ইনস্টিটিউট স্থাপন

iii. নতুন বাজার অন্বেষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

১৪. অগ্রাধিকার শিল্প কোনটি?

ক. পর্যটনশিল্প খ. মৎস্যশিল্প

গ. বস্ত্রশিল্প ঘ. হাইটেক শিল্প

সঠিক উত্তর : ক

১৫. যন্ত্রপাতি তৈরি করা শিল্পকে কী বলে?

ক. বৃহৎ খ. ক্ষুদ্র

গ. ভারী ঘ. মাঝারি

সঠিক উত্তর : গ

১৬. বস্ত্রশিল্পের সমস্যা —

i. পর্যাপ্ত কাঁচামালের অভাব

ii. পর্যাপ্ত সুতাকলের অভাব

iii. বস্ত্রকলের উৎপাদনক্ষমতা কম

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

১৭. JDPC কত সালে গঠিত হয়?

ক. ২০০২ সালে খ. ২০০৪ সালে

গ. ২০০৭ সালে ঘ. ২০০৯ সালে

সঠিক উত্তর : ক

১৮. উত্তরা ইপিজেড কোথায় অবস্থিত?

ক. কুমিল্লা খ. গাজীপুর

গ. নীলফামারী ঘ. ঢাকা

সঠিক উত্তর : গ

১৯. সর্বশেষ শিল্পনীতি কোনটি?

ক. শিল্পনীতি ২০০৮

খ. শিল্পনীতি ২০১০

গ. শিল্পনীতি ২০১১

ঘ. শিল্পনীতি ২০১৬

সঠিক উত্তর : খ

২০. তৈরি পোশাকশিল্প কোন ধরনের শিল্প?

ক. বৃহৎ খ. মাঝারি

গ. ক্ষুদ্র ঘ. অতিক্ষুদ্র

সঠিক উত্তর : ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *