আম আঁটিঁর ভেঁপু গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

১. মাতবর ধাঁচের লোকটি হরিহরকে কী মনে করে?

ক. সাধারণ লোক

খ. গুণী লোক

গ. গুরুতুল্য লোক

ঘ. অসহায় লোক

সঠিক উত্তর : খ

২. মাতবর ধাঁচের লোকটি কোন গোত্রের ছিল?

ক. ক্ষত্রিয় খ. কায়স্থ

গ. ব্রাহ্মণ ঘ. সদগোপ

সঠিক উত্তর : গ

৩. ‘ছেলেটার কাপড় নেই’— ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে ‘ছেলেটা’ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক. হরিহরকে খ. অপুকে

গ. নীলমণিকে ঘ. ভুবন মুখুয্যেকে

সঠিক উত্তর : ক

৪. ‘মেঘমল্লার’ কোন ধরনের রচনা?

ক. উপন্যাস খ. কবিতা

গ. গল্পগ্রন্থ ঘ. প্রবন্ধ

সঠিক উত্তর : ক

৫. ‘অপরাজিত’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়

খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. জসীমউদ্দীন

সঠিক উত্তর : গ

৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৯০ সালে খ. ১৮৯৪ সালে

গ. ১৮৯৪ সালে ঘ. ১৯৯০ সালে

সঠিক উত্তর : খ

৭. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান?

ক. ১৮৯০ সালে খ. ১৮৮৪ সালে

গ. ১৮৯৪ সালে ঘ. ১৯৫০ সালে

সঠিক উত্তর : ঘ

৮. ‘গরাদ’ শব্দের অর্থ কী?

ক. দরজা

খ. বারান্দার গ্রিল

গ. জানালার শিক

ঘ. আদেশ করা

সঠিক উত্তর : গ

৯. ‘বন–বিছুটি’ শব্দের অর্থ কী?

ক. বনের পাশে খ. বুনো গাছ

গ. জঙ্গল ঘ. বনের গাছ

সঠিক উত্তর : খ

১০. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক. মুন্সিগঞ্জ জেলায়

খ. চব্বিশ পরগনা জেলায়

গ. নেত্রকোনা জেলায়

ঘ. বরগুনা জেলায়

সঠিক উত্তর : খ

১১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কলকাতা রিপন কলেজ থেকে যে ডিগ্রি লাভ করেন—

i. বিএ

ii. আইএ

iii. ম্যাট্রিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

১২. কর্মজীবনে বিভূতিভূষণ যে যে জায়গায় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন—

i. কলকাতা

ii. হুগলি

iii. ব্যারাকপুর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের  উত্তর দাও

জুঁই সারা দিন দুটি পুতুল নিয়ে খেলা করে। একটির সঙ্গে আরেকটির বিয়ে দেয়। নানা আয়োজন করে।

১৩. উদ্দীপকের জুঁইয়ের সঙ্গে অপুর সাদৃশ্য কী?

ক. কল্পনাপ্রবণ

খ. ভাবুক প্রকৃতির

গ. খেলার প্রতি টান

ঘ. বিলাসিতা

সঠিক উত্তর : ক

১৪. উক্ত দিকটি ছাড়াও অপু চরিত্রের লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে—

i. মায়ের প্রতি অনুগত

ii. আবেগপ্রবণ

iii. কল্পনাপ্রবণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

১৫. আমের গুঁটি কখন ঝরে পড়ে?

ক. সোনালি রোদে

খ. সকালের রোদে

গ. দুপুরের রোদে

ঘ. বৃষ্টিতে

সঠিক উত্তর : খ

১৬. দুর্গাদের বাড়ির চারপাশে কী ছিল?

ক. খেলার মাঠ খ. জঙ্গল

গ. পুকুর ঘ. ফুলের বাগান

সঠিক উত্তর : ক

১৭. হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কী?

ক. পরশ রায় খ. সুব্রত রায়

গ. নীলমণি রায় ঘ. অসীম রায়

সঠিক উত্তর : গ

১৮. হরিহর রায়ের পাশের বাড়িটি কার?

ক. ভুবন মুখুয্যের খ. নীলমণি রায়ের

গ. ঠাকুরঝির ঘ. কমল রায়ের

সঠিক উত্তর : খ

১৯. নীলমণি রায়ের বাড়িটি কেমন ছিল?

ক. পরিপাটি খ. সুন্দর

গ. সুসজ্জিত ঘ. জঙ্গলাবৃত

সঠিক উত্তর : ক

২০. অপুদের বাড়ির দেয়ালের ফাটলে কী কী গাছ গজিয়েছিল?

ক. বটগাছ ও বিছুটির গাছ

খ. কালমেঘ ও নিমগাছ

গ. কালমেঘ ও বিছুটির গাছ

ঘ. নলখাগড়া ও কন্টিকারি

সঠিক উত্তর : গ

২১. দুর্গা অপুকে মুখ মুছতে বলেছিল কেন?

ক. ময়লা লেগে থাকায়

খ. আম লেগে থাকায়

গ. লঙ্কার গুঁড়া লেগে থাকায়

ঘ. নুনের গুঁড়া লেগে থাকায়

সঠিক উত্তর : ক

২২. দুর্গা তার মায়ের ডাকে সাড়া দিল না কেন?

ক. রাগ করেছে বলে

খ. মুখভর্তি আম ছিল বলে

গ. দাঁতে ব্যথা বলে

ঘ. শুনতে পায়নি বলে

সঠিক উত্তর : খ

২৩. দ্রুতগতিতে দুর্গা কী খেতে শুরু করল?

ক. মিষ্টি খ. আচার

গ. আমের চাকলা ঘ. শসা

সঠিক উত্তর : গ

২৪. সর্বজয়া কখন থেকে ক্ষার কেচেছে?

ক. সকাল থেকে খ. দুপুর থেকে

গ. সন্ধ্যা থেকে ঘ. বিকেল থেকে

সঠিক উত্তর : ঘ

২৫. সর্বজয়ার গা-গতরে ব্যথা কেন?

ক. অসুস্থতার কারণে

খ. গাছের গুঁড়ি কাটার জন্য

গ. রান্না করার কারণে

ঘ. ক্ষার কাচার কারণে

সঠিক উত্তর : ক

২৬. সর্বজয়া অপুকে কী সম্বোধন করেছিল?

ক. খোকা খ. সোনামানিক

গ. বাবু ঘ. বাঁদর

সঠিক উত্তর : খ

২৭. সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বঁটি পেতে কী কাটতে বসল?

ক. আম খ. শসা

গ. আনাজ ঘ. কুমড়া

সঠিক উত্তর : খ

২৮. ‘একটুখানি হাঁপ জিরোতে দ্যাও’ — কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে?

ক. কর্মব্যস্ততা খ. ক্লান্তিময়তা

গ. এড়িয়ে চলা ঘ. কটাক্ষ করা

সঠিক উত্তর : ঘ

২৯. ‘রোয়াক’ বলতে কী বোঝায়?

ক. দরজা খ. বারান্দা

গ. প্রণাম করা ঘ. আদেশ করা

সঠিক উত্তর : খ

৩০. ‘লক্ষ্মীছাড়া বাঁদর’ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক. দুর্গাকে

খ. অপুকে

গ. অপু ও দুর্গা উভয়কে

ঘ. প্রকৃতিকে

সঠিক উত্তর : খ

৩১. অপুর কাঠের ঘোড়াটি কেমন অবস্থায় ছিল?

ক. রং ওঠা

খ. চকচকে

গ. হাতল জোড়া লাগানো

ঘ. ভাঙা হাতল

সঠিক উত্তর : ক

৩২. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কোন পূজার উল্লেখ আছে?

ক. দুর্গাপূজা খ. লক্ষ্মীপূজা

গ. কালীপূজা ঘ. মনসাপূজা

সঠিক উত্তর : গ

৩৩. অপুর মহামূল্যবান সম্পত্তি কোনটি?

ক. কাঠের ঘোড়া খ. বেতফল

গ. টিনের বাঁশি ঘ. খাপরা

সঠিক উত্তর : ঘ

৩৪. অপু মনে মনে কোন খেলার কল্পনা করছিল?

ক. ডাংগুলি খ. গঙ্গা-যমুনা

গ. চোর-পুলিশ ঘ. কাবাডি

সঠিক উত্তর : খ

৩৫. অপু চোখ বুজে গঙ্গা-যমুনার ঘর কল্পনা করেছিল কেন?

ক. খাপরাগুলো নাড়াচাড়া করছিল বলে

খ. কল্পনা করতে পছন্দ করে বলে

গ. গঙ্গা-যমুনা অপুর প্রিয় খেলা বলে

ঘ. দুর্গার সঙ্গে গঙ্গা-যমুনা খেলবে বলে

সঠিক উত্তর : ক

৩৬. অপুর দিদির নাম কী?

ক. উমা খ. পার্বতী

গ. ঊষা ঘ. দুর্গা

সঠিক উত্তর : ঘ

৩৭. ‘তাহার স্বর একটু সতর্কতামিশ্রিত।’ ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কার কথা বলা হয়েছে?

ক. হরিহর খ. দুর্গা

গ. অপু ঘ. সর্বজয়া

সঠিক উত্তর : খ

৩৮. অপু লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো কীভাবে লুকিয়ে ফেলল?

ক. সিঁদেল চোরের মতো

খ. কলের পুতুলের মতো

গ. সুবোধ বালকের মতো

ঘ. ধূর্ত শিয়ালের মতো

সঠিক উত্তর : খ

৩৯. ‘তুই অতগুলো খাবি দিদি?’ — এ উক্তির মধ্য দিয়ে অপু কী বোঝাতে চেয়েছে?

ক. দুর্গা অনেক বেশি খাচ্ছে

খ. দুর্গা তাকে কম দিয়েছে

গ. অপুর মনে খাবার ইচ্ছা তীব্র

ঘ. অপু নিজেকে বঞ্চিত ভেবেছে

সঠিক উত্তর : খ

৪০. অপুর নির্বুদ্ধিতার প্রমাণ পাওয়া গেল কোন ঘটনায়?

ক. মাকে আমের কথা বলে দেওয়ায়

খ. মাকে ক্ষুধার কথা বলে দেওয়ায়

গ. দিদির কথা মন দিয়ে না শোনায়

ঘ. বাবা বাড়িতে এলে ঘুমিয়ে পড়ায়

সঠিক উত্তর : ক

৪১. ‘অপুকে দেখচি নে’ — উক্তিটি কার?

ক. সর্বজয়া খ. দুর্গা

গ. স্বর্ণ ঘ. অপু

সঠিক উত্তর : গ

৪২. ‘একটুখানি কুটোগাছটা ভেঙে দুখানা করা নেই’ — সর্বজয়া কেন দুর্গার উদ্দেশে এ কথা বলেছে?

ক. দুর্গা বাড়িতে থাকে না বলে

খ. দুর্গা মায়ের কথা শোনে না বলে

গ. দুর্গা সংসারের কাজ করে না বলে

ঘ. দুর্গার সংসারে মতি নেই বলে

সঠিক উত্তর : ঘ

৪৩. ‘তা হোক গে সদগোপ, দাও গিয়ে’ — সর্বজয়ার এ কথা বলার কারণ কী?

ক. দারিদ্র্য খ. সুখ

গ. অনুরোধ ঘ. উদারতা

সঠিক উত্তর : ক

৪৪. ‘আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা।’ — এর অর্থ কী?

ক. চাষারা লক্ষ্মীকে বেঁধে রেখেছে

খ. চাষারা বেশ সচ্ছল

গ. চাষারা লক্ষ্মীছাড়া হয়েছে

ঘ. চাষারা লক্ষ্মীর পূজা করে

সঠিক উত্তর : খ

৪৫. ‘তা তুমি রাজি হলে না কেন?’ — উক্তিটি কার?

ক. দুর্গার

খ. হরিহরের

গ. রাধা বোষ্টমীর বউয়ের

ঘ. সর্বজয়া

সঠিক উত্তর : ঘ

৪৬. দুর্গা কী দেখতে বাইরে থেকে এসে বাড়ির ভেতর উঁকি দিল?

ক. দরজা খোলা আছে কি না

খ. মা বাড়িতে আছে কি না

গ. অপু দাঁড়িয়ে আছে কি না

ঘ. কেউ তাকে দেখছে কি না

সঠিক উত্তর : খ

৪৭. ‘চুপড়ি’ শব্দের অর্থ কী?

ক. ছোট ঝুড়ি খ. দরজার শিক

গ. বাঁশের ঝুড়ি ঘ. বেড়ার বাঁশ

সঠিক উত্তর : ক

৪৮. ‘কালমেঘ’ কোন কাজে লাগে?

ক. হাত-পা জ্বালাপোড়ায় উপশম

খ. গেঁটে বাতের চিকিৎসায়

গ. হাঁপানি রোগের নিরাময়

ঘ. যকৃতের রোগের চিকিৎসায়

সঠিক উত্তর : ঘ

৪৯. ‘পথের পাঁচালী’ কোন শ্রেণির সাহিত্য?

ক. গল্প খ. নাটক

গ. উপন্যাস ঘ. প্রবন্ধ

সঠিক উত্তর : গ

৫০. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের প্রধান চরিত্র কোন দুটি?

ক. হরিহর ও সর্বজয়া

খ. অপু ও দুর্গা

গ. নীলমনি রায় ও স্বর্ণগোয়ালিনী

ঘ. অপু ও হরিহর

সঠিক উত্তর : খ

৫১. ‘বাক্সের সমুদয় সম্পত্তি’ কথাটির অর্থ কী?

ক. অপুর নিজস্ব খেলনা

খ. অপুর জমি

গ. অপুর বাড়ি

ঘ. অপুর টাকাপয়সা

সঠিক উত্তর : ক

৫২. ‘জ্বর-স্বর সতর্কতামিশ্রিত’ — এখানে কার স্বরের কথা বলা হয়েছে?

ক. অপুর  খ. হরিহরের

গ. সর্বজয়ার  ঘ. দুর্গার

সঠিক উত্তর : ঘ

৫৩. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে অপুর মায়ের নাম কী?

ক. স্বর্ণগোয়ালিনী  খ. সর্বজয়া

গ. দুর্গা  ঘ. লক্ষ্মী

সঠিক উত্তর : খ

৫৪. ‘আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা — ভদ্দলোকেরাই হয়ে পড়েছে হাভাত–যোভাত’ — হরিহরের এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

ক. হতাশা  খ. বিরক্তি

গ. আক্ষেপ  ঘ. ঘৃণা

সঠিক উত্তর : গ

৫৫. দুর্গার মাথার চুল কী রকম ছিল?

ক. কালো  খ. রুক্ষ

গ. কোঁকড়ানো  ঘ. লম্বা

সঠিক উত্তর : খ

৫৬. ‘আমের কুসি’ শব্দের অর্থ কী?

ক. কচি আম

খ. আমের চারা

গ. আমের আচার

ঘ. আমের মুকুল

সঠিক উত্তর : ক

৫৭. ‘জারা’ শব্দের অর্থ কী?

ক. জীর্ণ করা  খ. পুরাতন

গ. আচার  ঘ. মুকুল

সঠিক উত্তর : ক

৫৮. সর্বজয়ার ছেলের কী নেই?

ক. খেলনা  খ. কাপড়

গ. বই  ঘ. কলম

সঠিক উত্তর : খ

৫৯. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের মূল সুর কী?

ক. জীবনযাপন  খ. প্রকৃতি

গ. চিরায়ত শৈশব  ঘ. মাতৃচেতনা

সঠিক উত্তর : গ

৬০. ‘সংকুচিত’ শব্দের অর্থ কী?

ক. কমে গেছে  খ. ছোট হওয়া

গ. পুরাতন  ঘ. উদারতা

সঠিক উত্তর : ক

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *