পড়াশোনা

তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

1 min read

ইনফরমেশন সিস্টেম আর্কিটেকচার বলতে কি বুঝ?

উত্তরঃ ইনফরমেশন সিস্টেম আর্কিটেকচার হলো একটি ধারণা সংক্রান্ত ডিজাইন বা ব্লুপ্রিন্ট যেটি ইনফরমেশন সিস্টেম কিভাবে ডিজাইন ও তৈরি করা হবে তা নির্দেশ করে।

ওয়র্ম কী? (What is worm?)

উত্তরঃ এক ধরনের ম্যালওয়্যার (malware) সফটওয়্যার বা নেটওয়ার্ক সিস্টেমের ডেটাগুলোকে ধ্বংস করে দিতে পারে।

হ্যাকিং কী? (What is Hacking?)

উত্তরঃ প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোন কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়।

স্পুফিং ও স্নিফিং কী?

উত্তরঃ হ্যাকার ও অপরাধীদের জন্য এগুলো হলো আরও দুটি পদ্ধতি যার মাধ্যমে তারা কোনো কম্পিউটার সিস্টেমে অবৈধ অনুপ্রবেশ করে।

ডেনিয়াল অব সার্ভিস আক্রমণ কী?

উত্তরঃ ডেনিয়াল অব সার্ভিস আক্রমণ হলো এমন একটি উদ্যোগ যার মাধ্যমে একটি কম্পিউটার বা নেটওয়ার্ক রিসোর্সকে এর বৈধ ব্যবহারকারীদের কাছে দুষ্প্রাপ্য করে রাখা হয়।

স্প্যামিং কী?

উত্তরঃ অনাকাঙ্ক্ষিত বাঙ্ক মেসেজসমূহ ব্যাপকভাবে প্রেরণে ইলেকট্রনিক মেসেজিং সিস্টেম সমূহের ব্যবহার হলো স্প্যামিং।

সাইবার-আক্রমণ বা সাইবার ওয়ারফেয়ার কী?

উত্তরঃ সাইবার-আক্রমণ হলো কোনো কম্পিউটারের নিয়ন্ত্রণ অর্জনের প্রচেষ্টা এবং কোনো ব্যক্তি বা গ্রুপের অনুমতি ছাড়াই তাদের সমগ্র গতিবিধিকে ট্র্যাক করা।

সাইবারথেফট কী?

উত্তরঃ অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য কিংবা অন্যান্য অবৈধ ব্যবহারের জন্য কম্পিউটার ব্যবহার করে ব্যবসায়িক এবং/অথবা ব্যক্তিগত তথ্যাদি চুরি করাই হলো সাইবারথেফট।

বাগস কী?

উত্তরঃ সফটওয়্যার প্রোগ্রামে কোনো ধরনের ত্রুটি থাকলে তাকে বাগ (bug) হিসেবে বর্ণনা করা হয়।

অ্যাকসেস কন্ট্রোল কী?

উত্তরঃ অননুমোদিত ব্যবহারকারীরা যাতে কোনোভাবেই সিস্টেম ও এর ডেটাতে প্রবেশ করতে না পারে সেজন্য করপোরেট সিস্টেমের ক্ষেত্রে যথাযথ স্থানে অথেনটিকেশন ব্যবস্থা।

এন্টিভাইরাস সফটওয়্যার কী?

উত্তরঃ কম্পিউটার সিস্টেমের জন্য ক্ষতিকারক প্রোগ্রাম ভাইরাস, ওয়র্ম, স্পাইওয়্যার, ম্যালওয়্যার ইত্যাদির প্রতিষেধক প্রোগ্রামই হলো এন্টিভাইরাস।

কম্পিউটার ইথিকস বা কম্পিউটার নীতিশাস্ত্র কী?

উত্তরঃ কম্পিউটার ইথিকস বা কম্পিউটার নীতিশাস্ত্র হলো ব্যবহারিক দর্শন শাস্ত্রের একটি শাখা যেটি পেশা ও সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কম্পিউটিং প্রফেশনালদের কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সে বিষয়টি আলোচনা করে।

ওয়াপ কী?

উত্তরঃ WAP এর পূর্ণরূপ হচ্ছে Wireless Application Protocol. মোবাইল ফোন, পিডিএ ইত্যাদি হ্যান্ডহেল্ড ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করার একটি প্রোটোকল বা কৌশল হচ্ছে WAP.

বিশ্বায়ন কাকে বলে?

উত্তরঃ বিশ্বায়ন হলো ব্যবসা বানিজ্য, প্রযুক্তি, সংস্কৃতি ইত্যাদি বিশ্বব্যাপি বিস্তৃত করা বা করার চেষ্টা করার প্রবণতা।

কম্পিউটার ভাইরাস কী?

উত্তরঃ কম্পিউটারের ক্ষতিকারক প্রোগ্রামকে কম্পিউটার ভাইরাস বলা হয়।

কম্পিউটার অপরাধ কী?

উত্তরঃ কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক রিসোর্স, ডেটা বা ইনফরমেশন ইত্যাদি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার করে কোন অবৈধ কাজ করাকে কম্পিউটার অপরাধ বলে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x