জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (পর্ব-১)
প্রশ্ন-১। দোয়াব কাকে বলে? দোয়াব শব্দের অর্থ কি?
উত্তরঃ প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে। ফারসি ‘দো’ শব্দের অর্থ দুই এবং ‘আব’ শব্দের অর্থ পানি; এভাবে দোয়াব শব্দের অর্থ দাঁড়ায় ‘দুই পানি’।
প্রশ্ন-২। তাঁত কি?
উত্তরঃ যে যন্ত্রের সাহায্যে বুনন প্রক্রিয়ায় বস্ত্র উৎপাদন করা হয় তাকে তাঁত বলা হয়। এই তাঁত হস্তচালিত বা যন্ত্র চালিত হতে পারে। তাঁতের মধ্যে একসেট সুতা আড়াআড়িভাবে চালনা করে বস্ত্র উৎপাদন করা হয়।
প্রশ্ন-৩। খরা কাকে বলে?
উত্তরঃ কোনো নির্দিষ্ট মৌসুমে বৃষ্টিপাত কম হলে বা দীর্ঘদিন বৃষ্টিপাত না হলে মাটিতে রসের ঘাটতির ফলে যে অবস্থার সৃষ্টি হয় সেই অবস্থাকে খরা বলে।
প্রশ্ন-৪। বন্যাসহিষ্ণু ধান কাকে বলে?
উত্তরঃ যেসব ধান ১৫-২০ দিন পর্যন্ত বন্যাপ্লাবিত অবস্থা সহ্য করেও ভালো ফলন দিতে পারে সেসব ধানকে বন্যাসহিষ্ণু ধান বলে।
প্রশ্ন-৫। এলসিসি কি?
উত্তরঃ এলসিসি বা লিফ কালার চার্ট হলো সাধারণ এবং সহজে ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি একটি ছোট স্কেল যা ব্যবহার করে ধানক্ষেতে সঠিক পরিমাণে ও কার্যকরভাবে ইউরিয়া সার প্রয়োগ করা যায়।
প্রশ্ন-৬। তপস্যা কি?
উত্তরঃ তপস্যা হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য সযত্নে প্রচেষ্টা চালানো। বিভিন্নভাবে তপস্যা করা যায়। যেমন- শারীরিক তপস্যা, বাচিক তপস্যা, মানসিক তপস্যা ইত্যাদি।
প্রশ্ন-৭। কিশোর অপরাধ কি?
উত্তরঃ অপ্রাপ্তবয়স্ক (৯-১৬ বছর বয়সী) কিশোর বা কিশোরীদের দ্বারা সংঘটিত প্রচলিত সমাজ বিরোধী, আইন বিরোধী এবং রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থি কার্যাবলিই হচ্ছে কিশোর অপরাধ।
প্রশ্ন-৮। টিজিভি কি?
উত্তরঃ টিজিভি হচ্ছে ফ্রান্সের দ্রুতগামী রেল সার্ভিস। এটি ১৯৭০ সালে শুরু হয়েছিল। মূলতঃ এটি গ্যাস টারবাইনের শক্তি চালিত।
প্রশ্ন-৯। সংস্কৃতি কি?
উত্তরঃ সংস্কৃতি হচ্ছে আচরণের সামগ্রিক রূপ, যা মানুষ কোন সমাজের বয়োজ্যেষ্ঠদের নিকট থেকে গ্রহণ করে এবং পরবর্তী বংশধরদের নিকট তা অর্পণ করে।
প্রশ্ন-১০। কুয়াকাটা কোথায় অবস্থিত?
উত্তরঃ কুয়াকাটা পটুয়াখালি জেলার, কলাপাড়া পুলিশ স্টেশন এর লতাচাপলি ইউনিয়নে অবস্থিত। এটি পটুয়াখালি জেলা সদর থেকে ৭০ কিলোমিটার এবং ঢাকা থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রশ্ন-১১। তুষার কি?
উত্তরঃ তুষার হচ্ছে জমানো বাষ্পের ছোট ছোট টুকরা যেটি ঠাণ্ডা আবহাওয়ায় আকাশ থেকে পতিত হয়। এটি প্রকৃতপক্ষে পানির কঠিন রূপ বা বরফ।
প্রশ্ন-১২। যৌথ কমান্ড কাকে বলে?
উত্তরঃ মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী মিলে যে কমান্ড গঠন করে তাকে যৌথ কমান্ড বলে।
প্রশ্ন-১৩। গণযুদ্ধ কাকে বলে?
উত্তরঃ যে যুদ্ধে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে তাকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলে। যেমন, মুক্তিযুদ্ধ একটি গণযুদ্ধ। কেননা এই যুদ্ধে ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, সেনা-পুলিশ, ইপিআর, পেশাজীবি, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী, নারী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীসহ সমাজের সর্বস্তরের মানুষ হানাদার সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
প্রশ্ন-১৪। পতিতালয় কাকে বলে?
উত্তরঃ যে স্থানে অর্থের বিনিময়ে যৌনাঙ্গ ব্যবহার করা হয় এবং পতিতারা যেখানে বসবাস করে থাকে সেই স্থানকে পতিতালয় বলে।
প্রশ্ন-১৫। প্রাকৃতিক দুর্যোগ কি?
উত্তরঃ প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে প্রকৃতিগতভাবে সৃষ্ট এমন এক অবস্থা যা সমাজ ও পরিবেশের উপাদানসমূহ সহ মানুষের ক্ষতিসাধন করে থাকে।
প্রশ্ন-১৬। উদ্দীপক কি?
উত্তরঃ উদ্দীপক হচ্ছে পাঠ্য বিষয়ের আলোকে তৈরি একটি অনুচ্ছেদ, সূত্র, সমীকরণ, সারণি, ডায়াগ্রাম, চিত্র ইত্যাদি। সৃজনশীল প্রশ্নটি কতটুকু মানসম্পন্ন হলো তা মূলত উদ্দীপকের মানের উপরই নির্ভর করে।
প্রশ্ন-১৭। অ্যাজোলা কি?
উত্তরঃ অ্যাজোলা এক ধরনের ক্ষুদ্র জলজ ফার্ন যারা পুকুর, ডোবা, নালা, ধানের জমিতে ভাসমান অবস্থায় থাকে। এটি বিভিন্ন অঞ্চলে ক্ষুদিপানা, কুটি পানা, তেঁতুলিয়া পানা ইত্যাদি নামে পরিচিত।
প্রশ্ন-১৮। অনুন্নত দেশ কাকে বলে?
উত্তরঃ যেসব দেশের জনগণের মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশ যথা, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং পশ্চিম ইউরোপীয় দেশসমূহের জনগণের মাথাপিছু আয়ের তুলনায় অনেক কম, সে সব দেশকে অনুন্নত দেশ বলে।
প্রশ্ন-১৯। সাইক্লোন কি?
উত্তরঃ সাইক্লোন হচ্ছে একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। একে ঘূর্ণিঝড় বলা হয়। সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক শব্দ “Kyklos” থেকে, যার অর্থ হলো Coil of Snakes বা সাপের কুন্ডলী।
প্রশ্ন-২০। মানব বসতি কাকে বলে?
উত্তরঃ কোনো একটি নির্দিষ্ট জায়গায় মানুষ একসাথে হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে মানব বসতি বলে।
প্রশ্ন-২১। এ্যাসাইনমেন্ট কি?
উত্তরঃ এ্যাসাইনমেন্ট হলো একটি কাজ বা কাজের অংশ যা দেওয়া হয় মূলত পড়াশোনার অংশ হিসেবে।
প্রশ্ন-২২। HTML এর পূর্ণরূপ কি?
উত্তরঃ HTML এর পূর্ণরূপ হচ্ছে- Hyper Text Markup Language.
প্রশ্ন-২৩। html ফাইল কি?
উত্তরঃ html ফাইল হলো নির্দিষ্ট কোন পেজ। .html হলো ফাইলটির এক্সটেনশন। ব্রাউজারকে নির্দিষ্ট করে যে ফাইলটি তা হলো html (hyper text markup language)।
প্রশ্ন-২৪। আত্মীয়তা বলতে কী বোঝায়?
উত্তরঃ আত্মীয়তা বলতে রক্তের সম্পর্কের মাধ্যমে অথবা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সৃষ্ট বন্ধনকে বোঝায়।
প্রশ্ন-২৫। অভিব্যক্তি কাকে বলে?
উত্তরঃ যে পদ্ধতিতে অত্যন্ত ধীরে ধীরে অথচ ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে উদ্বংশীয় নিম্নশ্রেণির সরল জীব থেকে ক্রমান্বয়ে উন্নত শ্রেণির জটিল জীবের আবির্ভাব ঘটে, তাকে অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জৈব বিবর্তন বলে।
প্রশ্ন-২৬। আয়তন কাকে বলে?
উত্তরঃ কোন বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে এর আয়তন বলে। এক V দ্বারা প্রকাশ করা হয়।
কোনো আয়তকার বস্তুর দৈর্ঘ্য = a, প্রস্থ = b এবং উচ্চতা = h হলে,
বস্তুর আয়তন , V = a × b × h
প্রশ্ন-২৭। উন্নত অবকাঠামোগত উপাদান কী?
উত্তরঃ ব্যবসায় পরিচালনার জন্য আনুষঙ্গিক কিছু সুযোগ-সুবিধা (বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত ব্যবস্থা) দরকার। এগুলোকেই উন্নত অবকাঠামোগত উপাদান বলে।
প্রশ্ন-২৮। স্বাস্থ্য শিক্ষা কাকে বলে?
উত্তরঃ যে শিক্ষা মানুষের স্বাস্থ্য বিষয়ক আচরণের পরিবর্তন ঘটায় তাকে স্বাস্থ্য শিক্ষা বলে।
প্রশ্ন-২৯। প্রাকৃতিক বিজ্ঞানের প্রধান দুইটি শাখা কি কি?
উত্তরঃ প্রাকৃতিক বিজ্ঞানের প্রধান দুইটি শাখা : জীববিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান।
প্রশ্ন-৩০। হালখাতা কি?
উত্তরঃ হালখাতা হলো পয়লা বৈশাখের একটি উৎসব। হাট-বাজারের দোকানিরা তাদের গ্রাহক খদ্দেরদের পয়লা বৈশাখে আপ্যায়ন করেন। তাদের মিষ্টি দিয়ে আপ্যায়িত করা হয়। আর খদ্দেররাও এই দিনে তাদের বাকি পাওনা পরিশোধ করেন। এই আনুষ্ঠানিকতা হালখাতা নামে পরিচিত।
প্রশ্ন-৩১। মুস্তফা মনোয়ার কে ছিলেন?
উত্তরঃ মুস্তফা মনোয়ার ছিলেন একজন চিত্রশিল্পী। তাঁর জন্ম ১৯৩৫ সালের ১লা সেপ্টেম্বর, ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে। কবি গোলাম মোস্তফা তাঁর পিতা।
প্রশ্ন-৩২। চাকরি কী?
উত্তরঃ মজুরি বা বেতনভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থাই হলো চাকরি।
প্রশ্ন-৩৩। ম্যাডক্র্যাব কি?
উত্তরঃ ম্যাডক্র্যাব এক ধরনের কাঁকড়া। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের লোনা পানিতে এরা উৎপন্ন হয়ে থাকে। বাংলাদেশ ১৯৮২-৮৩ সাল থেকে এ কাঁকড়া রপ্তানি করছে।
প্রশ্ন-৩৪। ডেটাবেজ ইনডেক্সিং কি?
উত্তরঃ ডেটাবেজ টেবিলের ডেটাকে উর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজানোকে ডেটাবেজ ইনডেক্সিং বলে।
প্রশ্ন-৩৫। ল্যাটেক্স কি?
উত্তরঃ কোন কোন গাছের ছাল বা বাকল থেকে দুধের মতো সাদা রস বের হয়। এর সাধারণ নাম ল্যাটেক্স। রাবার গাছ থেকে এ ধরনের সাদা রস সংগ্রহ করা হয়। ল্যাটেক্স বলতে সাধারণত রাবারের রসকেই বোঝানো হয়। এই রস থেকে রাবার তৈরি করা হয়।
প্রশ্ন-৩৬। ২০১৯ সালে একুশে পদক প্রাপ্ত দুই জন নারীর নাম কি? তাঁরা কোন কোন ক্ষেত্রে অবদান রেখেছেন?
উত্তরঃ ২০১৯ সালে একুশে পদক প্রাপ্ত দুইজন নারীর নাম ও তাদের অবদানের ক্ষেত্র তুলে ধরা হলো–
১. সুবর্ণা মুস্তফা (শিল্পকলা-অভিনয়)
২. আনোয়ারা সৈয়দ হক (ভাষা ও সাহিত্য)