অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু 😢
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে শিফা আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
শিফা চুনারুঘাট উপজেলার শানখলা এলাকার আব্দুস সালামের মেয়ে ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে ও পুলিশ জানায়, শিফা অটোরিকশাযোগে বাড়ি থেকে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে তার গলায় থাকা ওড়নাটি অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মোর্শেদ আলম জানান, শিফা কলেজে আসার পথে অটোরিকশায় ওড়না পেছিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা থাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্তে ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।