বাংলাদেশ

চট্টগ্রামে পুলিশের তাড়া খাওয়া গাড়িচাপায় দুই স্কুলছাত্রী নিহত

1 min read

ফটিকছড়িতে ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে ধানবাহী চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ির সিঅ্যান্ডবি মাঠসংলগ্ন এলাকায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুই স্কুলছাত্রী হলো আবুল বশরের মেয়ে মিশু আকতার (১৬) ও মোহাম্মদ লোকমানের মেয়ে নিশা মনি (১৮)। তারা উভয়ে পাইন্দং ইউনিয়নের বাসিন্দা। পাইন্দং হাইদচকিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্রী এবং এসএসসি পরীক্ষার্থী। তাদের মরদেহ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনতা সার্জেন্টের মোটরসাইকেল ও চাঁদের গাড়িতে আগুন দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম শহর থেকে আসা তিন জন ট্রাফিক পুলিশ পাইন্দং পেলাগাজীর দিঘির পাশে রাইস মিলে ধান বহনকারী একটি চাঁদের গাড়িকে ধাওয়া করেচাঁদের গাড়ির চালক ধাওয়া খেয়ে পালানোর সময় দুই স্কুলছাত্রীকে ধাক্কা দেয়। এতে দুই ছাত্রী ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপর উত্তেজিত জনতা চাঁদের গাড়িটি ও ধাওয়াকারী ট্রাফিক পুলিশের দুটি মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তারা চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কে গাছের গুঁড়ি দিয়ে এই রাস্তা অবরোধ করে।মোটরসাইকেল নিয়ে দুই ট্রাফিক পুলিশ পালিয়ে গেলেও একজন জনতার ধাওয়া খেয়ে গ্রামের ভেতর পালিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ফটিকছড়ি থানা পুলিশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে জনসাধারণকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x