পড়াশোনা

পদার্থবিজ্ঞান ১ম পত্র : গতিবিদ্যা প্রশ্ন ও উত্তর

1 min read

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। প্রাসের গতিপথ কেমন?

উত্তরঃ প্রাসের গতিপথ একটি অধিবৃত্ত।

প্রশ্ন-২। বেগ কাকে বলে?

উত্তরঃ নির্দিষ্ট দিকে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে।

প্রশ্ন-৩। প্রাস বা প্রক্ষিপ্ত বস্তু কাকে বলে?

উত্তরঃ ভূমির সাথে তীর্যকভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বা প্রক্ষিপ্ত বস্তু বলে।

প্রশ্ন-৪। গড় কৌণিক বেগ কাকে বলে?

উত্তরঃ কোনো নির্দিষ্ট সময় ব্যবধানে বস্তুর কৌণিক সরণের পরিবর্তনকে উক্ত সময় ব্যবধান দিয়ে ভাগ করে যা পাওয়া যায় তাকে গড় কৌণিক বেগ বলে৷

প্রশ্ন-৫। প্রাসের বিচরণকাল কী?

উত্তরঃ নিক্ষিপ্ত বস্তুর বা প্রাসের নিক্ষেপের পর আবার ভূপৃষ্ঠে ফিরে আসতে যে সময় লাগে তাকে প্রাসের বিচরণকাল বলে।

প্রশ্ন-৬। খাড়া উপরের দিকে ত্বরণ কত?

উত্তরঃ খাড়া উপরের দিকে ত্বরণ = – g অর্থাৎ – 9.8 m.s-2।

প্রশ্ন-৭। প্রসঙ্গ সমতল কাকে বলে?

উত্তরঃ প্রাস যে উল্লম্ব সমতল দিয়ে গমন করে তাকে প্রসঙ্গ সমতল বলে।

প্রশ্ন-৮। সমবৃত্তীয় গতি কাকে বলে?

উত্তরঃ যে বৃত্তাকার গতির ক্ষেত্রে দ্রুতি সুষম থাকে তাকে সমবৃত্তীয় গতি বলে।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। পরম গতি বা পরম স্থিতি নেই কেন– ব্যাখ্যা কর।

উত্তরঃ কোনো বস্তু প্রকৃতপক্ষে স্থির কিনা তা নির্ভর করে প্রসঙ্গ বস্তুর ওপর। প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয় তাহলে তার সাপেক্ষে যে বস্তু স্থিতিশীল রয়েছে সেও প্রকৃতপক্ষে স্থির। এ ধরনের স্থিতিকে পরম স্থিতি বলে। আবার, পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে। কিন্তু এ মহাবিশ্বের এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয়, যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে। কাজেই আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি তা আমরা কোনো আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকি। এ কারণেই পরম স্থিতি বা পরম গতি পাওয়া সম্ভব নয়।

সুষম বেগের ক্ষেত্রে অবস্থান বনাম সময় লেখচিত্রের প্রকৃতি কী রকম হবে?

উত্তরঃ সুষম বেগের ক্ষেত্রে সময়ের সাথে সরণ সমহারে বৃদ্ধি পায়, s = vt সমীকরণ অনুসারে। তাই এরূপ বেগের ক্ষেত্রে অবস্থান বনাম সময় লেখচিত্রটি ধনাত্মক ঢালসম্পন্ন মূল বিন্দুগামী সরলরেখা হবে।

1.5/5 - (2 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x