এসএসসি (SSC) পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. তাপমাত্রার SI একক কোনটি?

ক. সেলসিয়াস    খ. কেলভিন

গ. ফারেনহাইট    ঘ. ক্যান্ডেলা

২. ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?

ক. ম্যাক্স প্লাঙ্ক    খ. মার্কনি

গ. রনজেন    ঘ. বেকেরেল

৩. ১৫৪৩ সালে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন কোন বিজ্ঞানী?

ক. কোপার্নিকাস    খ. নিউটন

গ. গ্যালিলিও    ঘ. আর্কিমিডিস

৪. নিচের কোনটি লব্ধ একক?

ক. মোল    খ. কেলভিন

গ. জুল    ঘ. অ্যাম্পিয়ার

৫. নিচের কোনটি মৌলিক একক?

ক. ক্যান্ডেলা    খ. ওয়াট

গ. নিউটন    ঘ. ভোল্ট

৬. পদার্থের পরিমাণের একক কী?

ক. গ্রাম    খ. কিলোগ্রাম

গ. মোল    ঘ. মিটার

৭. এক ফেমটোমিটার = কত মিটার?

ক. 10-15    খ. 1015

গ. 1018    ঘ. 10-18

৮. দীপন তীব্রতার একক কী?

ক. অ্যাম্পিয়ার    খ. লুমেন

গ. ক্যান্ডেলা    ঘ. লাক্স

৯. 1kg আদর্শ ভরের সংকর ধাতুটির উপাদান হলো—

i. প্লাটিনাম

ii. ইউরেনিয়াম

iii. ইরিডিয়াম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১০. একটি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 200 এবং যন্ত্রের পিচ 1mm হলে স্ক্রুগজটির লঘিষ্ঠ গণন কত মিমি.?

ক. 0.01    খ. 0.001

গ. 0.05    ঘ.0.005

১১. নিচের কোন বিজ্ঞানী সূর্যগ্রহণ–সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত?

ক. থেলিস    খ. আর্কিমিডিস

গ. পিথাগোরাস    ঘ. ডেমোক্রিটাস

১২. নিচের কোনটি মৌলিক রাশি?

ক. বেগ    খ. সময়

গ. সরণ    ঘ. বল

১৩. কোন বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করেন?

ক. গ্যালিলিও    খ. কেপলার

গ. আইনস্টাইন    ঘ. নিউটন

১৪. কোন বিজ্ঞানীর হাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে?

ক. নিউটন    খ. কেপলার

গ. গ্যালিলিও    ঘ. হাইগেন

১৫. পাখির ওড়া পর্যবেক্ষণ করে কোন বিজ্ঞানী উড়োজাহাজের একটি মডেল তৈরি করেছিলেন?

ক. রজার বেকন

খ. ডা. গিলবার্ট

গ. আর্কিমিডিস

ঘ. লিউনার্দো দ্য ভিঞ্চি

১৬. E = mc2 সূত্রটি কে আবিষ্কার করেন?

ক. রন্টজেন

খ. মাদামকুরি

গ. আইনস্টাইন

ঘ. সত্যেন্দ্রনাথ বোস

১৭. 1 MW = কত?

ক. 103w    খ. 106w

গ. 1012w    ঘ. 1015w

১৮. বলের মাত্রা কোনটি?

ক. MLT-1    খ. ML-1T-2

গ. MLT2    ঘ. MLT-2

১৯. ক্রুগজের বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা 100 এবং পিচ যদি 1mm হয়, তাহলে ন্যূনাঙ্কু কত?

ক. 0.1m    খ. 0.001mm

গ. 0.01mm    ঘ. 1mm

২০. সর্বপ্রথম চৌম্বকত্ব কোথায় আবিষ্কৃত হয়?

ক. গ্রিসে    খ. চীনে

গ. মিসরে    ঘ. ইংল্যান্ডে

২১. কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী?

ক. রাদারফোর্ড    খ. ম্যাক্স প্লাঙ্ক

গ. ম্যাক্সওয়েল    ঘ. আইনস্টাইন

২২. বিজ্ঞানের আসল বিষয় কী?

ক. দৃষ্টিভঙ্গি    খ. গবেষণা

গ. যন্ত্রপাতি    ঘ. পর্যবেক্ষণ

২৩. পদার্থবিজ্ঞানের ওপর ভিত্তি করে বিজ্ঞানের কোন শাখা দাঁড়িয়েছে?

ক. জীববিজ্ঞান    খ. গণিত

গ. চিকিৎসাবিজ্ঞান    ঘ. রসায়ন

২৪. বর্তমান সভ্যতার পেছনে কোনটি বড় অবদান রেখেছে?

ক. গণিত    খ. রসায়ন

গ. ইলেকট্রনিকস    ঘ. পদার্থবিজ্ঞান

২৫. লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন কোন বিজ্ঞানী?

ক. থেলিস    খ. পিথাগোরাস

গ. ডেমোক্রিটাস    ঘ. নিউটন

২৬. প্রথমে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন কোন বিজ্ঞানী?

ক. পিথাগোরাস    খ. থেলিস

গ. আরিস্তারাকস    ঘ. কোপার্নিকাস

২৭. সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন কে?

ক. ইরাতোস্থিনিস    খ. থেলিস

গ. নিউটন    ঘ. আরিস্তারাকস

২৮. কোথায় শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করা হয়?

ক. ইউরোপ    খ. আরব দেশে

গ. চীনে    ঘ. ভারতবর্ষে

২৯. ‘আল জাবির’ বইটি কার লেখা?

ক. আল খোয়ারিজমি

খ. ইবনে আল হাইয়াম

গ. ওমর খৈয়াম

ঘ. আল মাসুদি

৩০. কাকে আলোকবিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়?

ক. শেন কুয়ো

খ. আল খোয়ারিজমি

গ. ওমর খৈয়াম

ঘ. ইবনে আল হাইয়াম

৩১. গোলীয় আয়নায় সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল জানতেন কোন বিজ্ঞানী?

ক. ইরাতোস্থিনিস

খ. টলেমি

গ. আর্কিমিডিস

ঘ. ইবনে আল হাইয়াম

৩২. ‘তাপ এক ধরেনর শক্তি’— এটি কার আবিষ্কার?

ক. কাউন্ট রামফোর্ড

খ. কেলভিন

গ. নিউটন

ঘ. গ্যালিলিও

৩৩. বিদ্যুৎপ্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়—এটি কে আবিষ্কার করেন?

ক. নিউটন    খ. রামফোর্ড

গ. ভোল্টা    ঘ. অরস্টেড

৩৪. আলোর তরঙ্গ ধর্ম কে প্রমাণ করেন?

ক. ম্যাক্সওয়েল    খ. ইয়ং

গ. নিউটন    ঘ. অরস্টেড

৩৫. প্রতিপদার্থের অস্তিত্ব ঘোষণা করেন কোন বিজ্ঞানী?

ক. আইনস্টাইন    খ. ডিরাক

গ. নিউটন    ঘ. বেকেরেল

৩৬. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি?

ক. জুল    খ. ডিগ্রি সেলসিয়াস

গ. ফারেনহাইট    ঘ. কেলভিন

৩৭. মূল স্কেলের কোনো দাগ ভার্নিয়ার স্কেলের দাগের সঙ্গে মিলে গেলে তাকে কী বলে?

ক. ভার্নিয়ার সমপাতন

খ. ভার্নিয়ার স্কেল পাঠ

গ. ভার্নিয়ার ধ্রুবক

ঘ. প্রধান স্কেল পাঠ

৩৮. ভার্নিয়ার স্কেলের 50 ঘর প্রধান স্কেলের 49 ঘরের সমান। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর যদি 1 mm এর সমান হয়, তবে ভার্নিয়ার ধ্রুবক কত?

ক.0.001 cm    খ. 0.002 cm

গ. 0.02 cm    ঘ. 0.2 cm

৩৯. মূল স্কেলের পাঠ 15 mm, ভার্নিয়ার ধ্রুবক 0.1 m, ভার্নিয়ার পাঠ 4 হলে মোট পাঠ কত?

ক. 1.54 mm    খ. 0.154 mm

গ. 15.4 mm    ঘ. 154 mm

৪০. নিচের কোনটি যৌগিক রাশি?

ক. ক্ষমতা    খ. তাপমাত্রা

গ. তড়িৎপ্রবাহ    ঘ. দীপন তীব্রতা

৪১. তারের প্রস্থচ্ছেদ নির্ণয়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা যায়?

ক. তুলাযন্ত্র    খ. স্ক্রুগজ

গ. মিটার স্কেল    ঘ. স্লাইড ক্যালিপার্স

৪২. প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য 1 মিমি. এবং ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা 10 হলে, ভার্নিয়ার ধ্রুবক কত?

ক. 0.1 সেমি    খ. 0.01 মিমি.

গ. 0.1 মি    ঘ. 0.1 মিমি.

নিচের তথ্যটি পড়ে ৪৩ ও ৪৪ নম্বর প্রশ্নের উত্তর দাও

সবুজ প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেলের সমন্বিত ব্যবহারে মোট পাঠ পেল 13.5 mm

৪৩. ভার্নিয়ার পাঠের মান কত?

ক. 0.5 mm খ. 0.4 mm

গ. 0.2m ঘ. 0.1 mm

৪৪. ভার্নিয়ার সমপাতন 5 হলে উদ্দীপক অনুসারে ভার্নিয়ার ধ্রুবক কত?

ক. 0.05 mm খ. 0.5 mm

গ. 0.01mm ঘ. 0.1 mm

৪৫. নিচের কোনটি মৌলিক রাশি?

ক. দীপন তীব্রতা    খ. তাপ

গ. বেগ    ঘ. কাজ

৪৬. নিচের কোনটি লব্ধ রাশি?

ক. দৈর্ঘ্য    খ. দীপন তীব্রতা

গ. তাপ    ঘ. বৈদ্যুতিক প্রবাহ

৪৭. নিউটন আবিষ্কার করেন—

i. পড়ন্ত বস্তুর সূত্র

ii. ক্যালকুলাস

iii. বলবিদ্যার সূত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৪৮. আল মাসুদী রচিত ‘এনসাইক্লোপিডিয়া’ কত খণ্ডের?

ক. ৩১ খ. ৩০

গ. ২৯ ঘ. ২৮

৪৯. এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, তাকে কী বলে?

ক. রাশি খ. একক

গ. পদার্থ    ঘ. মাত্রা

৫০. এক্স–রে কে আবিষ্কার করেন?

ক. গ্যালিলিও খ. ম্যাক্সওয়েল

গ. রন্টজেন ঘ. নিউটন

৫১. বিশ্বব্রক্ষ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে— এটি কে প্রকাশ করেন?

ক. হাবল    খ. ডিরাক

গ. গ্যালিলিও    ঘ. মোরলি

৫২. বিজ্ঞানীরা দৃশ্যমান গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সির শতকরা কতভাগ ব্যাখ্যা করতে পারেন?

ক. ২    খ. ৩

গ. ৪    ঘ. ৫

৫৩. ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান রয়েছে—

i. বলবিজ্ঞানে

ii. শব্দবিজ্ঞানে

iii. তাপ ও তাপগতিবিজ্ঞানে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৫৪. আপেক্ষিক ত্রুটি 12%, চূড়ান্ত ত্রুটি 6 একক হলে পরিমাপ করা মান কত?

ক. ৫০    খ. ৭৫

গ. ১০০    ঘ. ১৫০

৫৫. ওমর খৈয়াম ছিলেন—

i. দার্শনিক

ii. গণিতবিদ

iii. জ্যোতির্বিদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৫৬. সময়ের একক নির্ধারণে কোন পরমাণু ব্যবহার করা হয়?

ক. কার্বন–১২

খ. সিজিয়াম–১৩১

গ. সিজিয়াম–১৩২

ঘ. সিজিয়াম-১৩৩

৫৭. মূল স্কেলের পাঠ 15mm, ভার্নিয়ার ধ্রুবক 0.1mm এবং ভার্নিয়ার পাঠ 2 হলে মোট পাঠ কত?

ক. 1.52 cm    খ. 1.52 mm

গ. 15.2 cm    ঘ. 15.2 m

৫৮. পরমাণুর নিউক্লিয়াসে কোন ধরনের চার্জ থাকে?

ক. ধনাত্মক

খ. ঋণাত্মক

গ. নিরপেক্ষ

ঘ. ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই

৫৯. এক টেরাগ্রাম সমান কত গ্রাম?

ক. 109    খ. 1011

গ. 1012    ঘ. 1015

৬০. কোন রাশিটি নিরপেক্ষ?

ক. তড়িৎ বিভব    খ. ত্বরণ

গ. পদার্থের পরিমাণ    ঘ. বল

৬১.আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কী?

ক. গ্রাম    খ. কিলোগ্রাম

গ. সের    ঘ. পাউন্ড

৬২. পদার্থের পরিমাণের একক কী?

ক. কিলোগ্রাম    খ. গ্রাম

গ. মোল    ঘ. পাউন্ড

৬৩. কোনটি দীপন তীব্রতা এককের প্রতীক?

ক. Iv    খ. mol

গ. Cd    ঘ. A

৬৪. বিদ্যুৎ–সংক্রান্ত মৌলিক রাশি কোনটি?

ক. বৈদ্যুতিক আধান

খ. বৈদ্যুতিক প্রবাহ

গ. বৈদ্যুতিক তীব্রতা

ঘ. বৈদ্যুতিক বিভব

৬৫. তড়িৎ প্রবাহের SI একক কী?

ক. অ্যাম্পিয়ার    খ. কুলম্ব

গ. কেলভিন    ঘ. ক্যান্ডেলা

৬৬. বিদ্যুৎ–সংক্রান্ত মৌলিক একক কী?

ক. কুলম্ব    খ. অ্যাম্পিয়ার

গ. ওহম    ঘ. ভোল্ট

৬৭. কোনটি লব্ধ একক?

ক. ক্যান্ডেলা    খ. নিউটন

গ. কেলভিন    ঘ. অ্যাম্পিয়ার

৬৮. 1 পেটামিটার = কত মিটার?

ক. 1012    খ. 1014

গ. 1015    ঘ. 1020

৬৯. 1 ফেমটোমিটার সমান কত?

ক. 10-18 m    খ. 10-12 m

গ. 10m-51 m    ঘ. 1015 m

৭০. 1 মেগাওয়াট সমান কত?

ক. 106 W    খ. 103 W

গ. 105 W    ঘ. 109 W

৭১. 1 হেক্টোজুল সমান কত?

ক. 104 J    খ. 105 J

গ. 102 J    ঘ. 106 J

৭২. একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে আছে, তাকে ওই রাশির কী বলে?

ক. পাওয়ার    খ. মাত্রা

গ. ঘাত    ঘ. ক্ষমতা

৭৩. ভার্নিয়ার ধ্রুবক নির্ভর করে—

i. প্রধান স্কেলের দাগ কাটার বৈশিষ্ট্যের ওপর

ii. ভার্নিয়ার স্কেলের দাগ কাটার বৈশিষ্ট্যের ওপর

iii. বৃত্তাকার স্কেলের দাগ কাটার বৈশিষ্ট্যের ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৭৪. স্ক্রু গজের সাহায্যে নির্ণয় করা যায়—

i. তারের ব্যাসার্ধ

ii. ছোট ভর

iii. ছোট দৈর্ঘ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৭৫. থামা ঘড়ি ব্যবহৃত হয়—

i. ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য

ii. মুঠোফোনে

iii. ট্রানজিস্টারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৭৬.পরিমাপের সময় কয় ধরনের ত্রুটি হতে পারে?

ক. ২    খ. ৩

গ. ৪    ঘ. ৫

৭৭. পরীক্ষণের জন্য যন্ত্রের ত্রুটিকে কী বলে?

ক. ব্যক্তিগত ত্রুটি

খ. যান্ত্রিক ত্রুটি

গ. দৈব ত্রুটি

ঘ. চূড়ান্ত ত্রুটি

৭৮. প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মাপের পার্থক্যকে কী বলে?

ক. ব্যক্তিগত ত্রুটি

খ. আপেক্ষিক ত্রুটি

গ. চূড়ান্ত ত্রুটি

ঘ. যান্ত্রিক ত্রুটি

৭৯. আপেক্ষিক ত্রুটি কীভাবে পাওয়া যাবে?

ক. চূড়ান্ত ত্রুটি – পরিমাপ করা মান

খ. চূড়ান্ত ত্রুটি + পরিমাপ করা মান

গ. চূড়ান্ত ত্রুটি × পরিমাপ করা মান

ঘ. চূড়ান্ত ত্রুটি পরিমাপ করা মান

৮০. দৈর্ঘ্য পরিমাপে কোনো ত্রুটি থাকলে, ক্ষেত্র পরিমাপে সেই ত্রুটি কত গুণ হবে?

ক. দ্বিগুণ    খ. তিন গুণ

গ. চার গুণ    ঘ. পাঁচ গুণ

উত্তর :–

১.খ; ২.ঘ; ৩.ক; ৪.গ; ৫.ক; ৬.গ; ৭.ক; ৮.গ; ৯.খ; ১০.ঘ; ১১.ক; ১২.খ; ১৩.ঘ; ১৪.গ; ১৫.ঘ; ১৬.গ; ১৭.খ; ১৮.ঘ; ১৯.গ; ২০.খ; ২১.খ; ২২.ক; ২৩.ঘ; ২৪.গ; ২৫.ক; ২৬.গ; ২৭.ক; ২৮.ঘ; ২৯.ক; ৩০.ঘ; ৩১.গ; ৩২.ক; ৩৩.ঘ; ৩৪.খ; ৩৫.খ; ৩৬.ঘ; ৩৭.ক; ৩৮.খ; ৩৯.গ; ৪০.ক; ৪১.খ; ৪২.ঘ; ৪৩.ক; ৪৪.ঘ; ৪৫.ক; ৪৬.গ; ৪৭.গ; ৪৮.খ; ৪৯.ক; ৫০.গ; ৫১.ক; ৫২.গ; ৫৩.ঘ; ৫৪.ক; ৫৫.ঘ; ৫৬.ঘ; ৫৭.ক; ৫৮.ক; ৫৯.গ; ৬০.গ; ৬১.খ; ৬২.গ; ৬৩.গ; ৬৪.খ; ৬৫.ক; ৬৬.খ; ৬৭.খ; ৬৮.গ; ৬৯.ঘ; ৭০.ক; ৭১.গ; ৭২.খ; ৭৩.ক; ৭৪.খ; ৭৫.ক; ৭৬.খ; ৭৭.খ; ৭৮.গ; ৭৯.ঘ; ৮০.ক;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *