১. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকের ক্রন্দনশ্বাস?
ক. বঞ্চিতের খ. বিধাতার
গ. পরশুরামের ঘ. ইস্রাফিলের
উত্তরঃ- খ. বিধাতার
২. ‘এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’—এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তা প্রকাশ পেয়েছে?
ক. প্রেম ও দ্রোহ
খ. বিদ্রোহী ও বংশীবাদক
গ. বিদ্রোহী ও অত্যাচারিত
ঘ. বিদ্রোহী ও বীর যোদ্ধা
উত্তরঃ- ক. প্রেম ও দ্রোহ
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু আজীবন এক অকুতোভয় নেতা ছিলেন। জেল-জুলুম সহ্য করে তিনি জাতিকে স্বাধীনতা এনে দিতে সক্ষম হন।
৩. জাতির জনকের মধ্যে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি প্রতিলিত?
i. বিদ্রোহ
ii. দেশপ্রেম
iii. নেতৃত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ- ঘ. i, ii ও iii
৪. প্রকাশিত দিক/দিকগুলো কোন পঙ্ক্তিতে পাওয়া যায়?
ক. আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ
খ. আমি পথিক কবির গভীর রাগিণী, বেণু-বীণে গান গাওয়া
গ. আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া
ঘ. আমি চির বিদ্রোহী বীর-বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির
উত্তরঃ-ঘ. আমি চির বিদ্রোহী বীর-বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির
৫. বাংলাদেশের জাতীয় কবি কে?
ক. জসীমউদ্দীন
খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ-খ. কাজী নজরুল ইসলাম
৬. কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম লেটোর দলে যোগদান করেন?
ক. ৮ বছর খ. ১০ বছর
গ. ১২ বছর ঘ. ১৫ বছর
উত্তরঃ-গ. ১২ বছর
৭. গ্রামের মক্তবে কাজী নজরুল ইসলাম কত বছর শিক্ষকতা করেন?
ক. ১ বছর খ. ২ বছর
গ. ৩ বছর ঘ. ৫ বছর
উত্তরঃ-ক. ১ বছর
৮. লেটোর দলের জন্য কাজী নজরুল ইসলাম কোনটি রচনা করেন?
ক. কবিতা খ. নাটক
গ. সংলাপ ঘ. পালাগান
উত্তরঃ-ঘ. পালাগান
৯. কাজী নজরুল ইসলাম কত নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগ দেন?
ক. ৪০ খ. ৪৫
গ. ৪৮ ঘ. ৪৯
উত্তরঃ-ঘ. ৪৯
১০. কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?
ক. ১৯১৮ খ. ১৯১৯
গ. ১৯২০ ঘ. ১৯২১
উত্তরঃ-গ. ১৯২০
১১. বাঙালি পল্টন ছেড়ে কলকাতায় এসে কাজী নজরুল ইসলাম কী করেন?
ক. মক্তবে শিক্ষকতা করেন
খ. লেটোর দলে যোগ দেন
গ. বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন
ঘ. সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন
উত্তরঃ-ঘ. সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন
১২. ‘বিদ্রোহী’ কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. বিজলী খ. লাঙ্গল
গ. নবযুগ ঘ. ধূমকেতু
উত্তরঃ-ক. বিজলী
১৩. ‘সাম্যবাদী’ কোন জাতীয় সাহিত্য?
ক. উপন্যাস খ. নাটক
গ. কাব্য ঘ. গল্প
উত্তরঃ-গ. কাব্য
১৪. ‘বিজলী’ কোন ধরনের পত্রিকা?
ক. সাপ্তাহিক খ. দৈনিক
গ. পাক্ষিক ঘ. মাসিক
উত্তরঃ- খ. দৈনিক
১৫. ‘অগ্নি-বীণা’ কী জাতীয় রচনা?
ক. কাব্য খ. নাটক
গ. প্রবন্ধ ঘ. গল্প
উত্তরঃ- ক. কাব্য
১৬. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭০ খ. ১৯৭২
গ. ১৯৭৩ ঘ. ১৯৭৬
উত্তরঃ- ঘ. ১৯৭৬
১৭. ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কিসের নটরাজ বলেছেন?
ক. বজ্রপাতের খ. মহাপ্রলয়ের
গ. ঝড়ের ঘ. বন্যার
উত্তরঃ- খ. মহাপ্রলয়ের
১৮. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার হাতের ডমরু ত্রিশূল?
ক. লক্ষ্মণের খ. রাবণের
গ. সীতার ঘ. পিণাক-পাণির
উত্তরঃ- ঘ. পিণাক-পাণির
১৯. ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন?
ক. দুর্বাশা খ. প্রভঞ্জন
গ. বিশ্বামিত্র ঘ. প্লেটো
উত্তরঃ-গ. বিশ্বামিত্র
২০. কবি নিজেকে কোন বায়ু বলেছেন?
ক. উত্তরের খ. দক্ষিণের
গ. পূর্বের ঘ. পশ্চিমের
উত্তরঃ-ক. উত্তরের
২১. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কাকে কুর্নিশ করেন?
ক. যোদ্ধাকে খ. শিক্ষককে
গ. সূর্যকে ঘ. নিজেকে
উত্তরঃ-ঘ. নিজেকে
২২. ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার বাঁশরী বলেছেন?
ক. রাখালের খ. অর্ফিয়ুসের
গ. গায়কের ঘ. নাট্যকারের
উত্তরঃ-খ. অর্ফিয়ুসের
২৩. পরশুরামের কঠোর কুঠার দিয়ে কবি কী করবেন?
ক. অসত্যকে ধ্বংস করবেন
খ. বৈষম্য দূর করবেন
গ. সত্য প্রতিষ্ঠা করবেন
ঘ. উদার শান্তি আনবেন
উত্তরঃ-ঘ. উদার শান্তি আনবেন
২৪. কবি কী উপাড়ি ফেলবেন?
ক. মিথ্যা খ. জড়তা
গ. অধীন বিশ্ব ঘ. জঙ্গল
উত্তরঃ-গ. অধীন বিশ্ব
২৫. কবি কবে শান্ত হবেন?
ক. অত্যাচারীর অত্যাচার বন্ধ হলে
খ. সত্য প্রতিষ্ঠিত হলে
গ. কবি যুদ্ধে জয়ী হলে
ঘ. সাম্য প্রতিষ্ঠিত হলে
উত্তরঃ-ক. অত্যাচারীর অত্যাচার বন্ধ হলে
২৬. ‘বিদ্রোহী’ কবিতায় কবি এলোকেশে নিজেকে কোন ঝড় বলেছেন?
ক. চৈত্রের ঝড় খ. মরুঝড়
গ. ঘূর্ণিঝড় ঘ. অকাল বৈশাখী ঝড়
উত্তরঃ- ঘ. অকাল বৈশাখী ঝড়
২৭. কবি বিশ্বকে কী করবেন?
ক. নতুন করে সাজাবেন
খ. ধ্বংস করবেন
গ. দাহন করবেন
ঘ. সৃজন করবেন
উত্তরঃ-গ. দাহন করবেন
২৮. ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার সূত বলে পরিচয় দিয়েছেন?
ক. রামের খ. ইন্দ্রাণীর
গ. লক্ষ্মণের ঘ. উর্মিলার
উত্তরঃ- খ. ইন্দ্রাণীর
২৯. মহাদেবের অপর নাম কী?
ক. নটরাজ খ. ভিমরাজ
গ. রাম ঘ. কৃষ্ণ
উত্তরঃ-ক. নটরাজ
৩০. ইন্দ্রের স্ত্রীর নাম কী?
ক. সীতা খ. উর্মিলা
গ. প্রমিলা ঘ. ইন্দ্রাণী
উত্তরঃ-ঘ. ইন্দ্রাণী
৩১. গ্রিক পুরাণে গানের দেবতা হিসেবে কাকে উল্লেখ করা হয়েছে?
ক. স্টাভরেজি
খ. ক্রিস মারাগোডাকিস
গ. অ্যাপোলো
ঘ. জো মাইলোগ
উত্তরঃ-গ. অ্যাপোলো
৩২. ‘বিদ্রোহী’ কবিতায় বিদ্রোহী কে?
ক. কবি নিজেই খ. মহাদেব
গ. মজলুম ঘ. চেঙ্গিস খান
উত্তরঃ-ক. কবি নিজেই
৩৩. ‘বিদ্রোহী’ কবিতার শেষে ধ্বনিত কবির শেষ কাম্য কী?
ক. সাম্যবাদ
খ. মানবমুক্তি
গ. অত্যাচারীর অত্যাচারের অবসান
ঘ. মজলুমের সাহায্য
উত্তরঃ-গ. অত্যাচারীর অত্যাচারের অবসান
৩৪. কাজী নজরুল ইসলামের পরিবার চরম দারিদ্র্যে পতিত হওয়ার কারণ কী?
ক. পিতার মৃত্যু খ. মাতার মৃত্যু
গ. প্রথম বিশ্বযুদ্ধ ঘ. দেশভাগ
উত্তরঃ-ক. পিতার মৃত্যু
৩৫. কাজী নজরুল ইসলাম কীভাবে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন?
ক. ‘বিদ্রোহী’ কবিতা রচনার মাধ্যমে
খ. সৈনিক হিসেবে যোগদানের মাধ্যমে
গ. প্রাইমারি শিক্ষকতার মাধ্যমে
ঘ. লেটোর দলে পালাগান রচনার মাধ্যমে
উত্তরঃ-ঘ. লেটোর দলে পালাগান রচনার মাধ্যমে
৩৬. কাজী নজরুল ইসলাম যত বন্ধন নিয়মকানুন দলে যান কেন?
ক. ভয় পান না বলে
খ. শোষণের আইন মানেন না বলে
গ. মানবতার মুক্তি চান বলে
ঘ. সমাজের সংস্কার চান বলে
উত্তরঃ-খ. শোষণের আইন মানেন না বলে
৩৭. কবি বীরকে চির উন্নত মম শির বলার কারণ কী?
ক. সমাজে ঊর্ধ্ব অবস্থান বোঝাতে
খ. বীর যোদ্ধা বলে
গ. প্রতিবাদে অবিচল বোঝাতে
ঘ. প্রতিবাদে উন্নত বোঝাতে
উত্তরঃ-গ. প্রতিবাদে অবিচল বোঝাতে
৩৮. শিব বা মহাদেবকে ধূর্জটি বলার কারণ কী?
ক. কপালে আগুন বলে
খ. শ্মশানে থাকে বলে
গ. সিদ্ধি খায় বলে
ঘ. ধূম্ররূপী জট বলে
উত্তরঃ-ঘ. ধূম্ররূপী জট বলে
৩৯. ‘আমি ইস্রাফিলের শিঙ্গার মহা হুংকার।’ এখানে ‘ইস্রাফিলের শিঙ্গার’ সঙ্গে কোন ধর্মের সম্পর্ক বিদ্যমান?
ক. ইসলাম খ. হিন্দু
গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্ট
উত্তরঃ-ক. ইসলাম
৪০. ‘লেনিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ।’ উদ্দীপকের চরণদ্বয় ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ?
ক. সত্য প্রকাশের চেতনা
খ. প্রতিবাদী চেতনা
গ. মানবমুক্তির প্রয়াস
ঘ. সংগ্রামী চেতনা
উত্তরঃ-খ. প্রতিবাদী চেতনা
৪১. ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য।‘ এখানে ‘বাঁকা বাঁশের বাঁশরী’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বাঁশিবিশেষ খ. সৌন্দর্যের প্রতীক
গ. ভালোবাসা ঘ. শখ
উত্তরঃ-গ. ভালোবাসা
৪২. অনিয়ম-উচ্ছৃঙ্খলতার স্বরূপ ফুটে উঠেছে কোন পঙ্ক্তিতে?
ক. আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস
খ. মহাপ্রলয়ের আমি নটরাজ
গ. আমি দলে যাই যত বন্ধন
ঘ. আমি ভরা তরী করি ভরাডুবি
উত্তরঃ-গ. আমি দলে যাই যত বন্ধন
৪৩. ‘বিদ্রোহী’ কবিতায় ‘ইস্রাফিলের শিঙ্গার মহা হুংকার’ দ্বারা নিচের কোনটিতে ইঙ্গিত করেছেন?
ক. তীব্র আর্তনাদ
খ. ধ্বংসের
গ. নতুনের আগমন
ঘ. সৃষ্টির
উত্তরঃ-খ. ধ্বংসের
৪৪. নজরুলের সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠার শুরু হয়—
i. লেটোর দলে যোগ দিয়ে
ii. পালাগান রচনা করে
iii. বাঙালি পল্টনে যোগ দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ-ক. i ও ii
৪৫. নজরুল ইসলামের ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিতি লাভের কারণ—
i. ‘বিদ্রোহী’ কবিতার প্রকাশ
ii. বিদ্রোহী কবিতায় বিদ্রোহী চেতনার প্রকাশ
iii. সৈনিক হিসেবে লেখনী ধারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ-ক. i ও ii
৪৬. ‘আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর’ চরণটির তাৎপর্য—
i. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা
ii. অত্যাচারীর জন্য ভয়ংকর
iii. পৃথিবীর জন্য ভয়ংকর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ-ক. i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও
আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করোনি প্রভু।
তব মসজিদ–মন্দিরে প্রভু নাই মানুষের দাবি।
মোল্লা–পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি।
কোথা চেঙ্গিস, গজনি মামুদ, কোথায় কালাপাহাড়?
ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার!
৪৭. উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে তোমার পঠিত কোন কবিতার সাদৃশ্য রয়েছে?
ক. বিদ্রোহী খ. সুচেতনা
গ. পদ্মা ঘ. প্রতিদান
উত্তরঃ-ক. বিদ্রোহী
৪৮. উদ্দীপক ও উক্ত কবিতার মূল চেতনা—
i. অন্যায়ের প্রতিবাদ
ii. অত্যাচারীর বিরুদ্ধে বিদ্রোহ
iii. মজলুমের আর্তচিৎকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ-ক. i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও
কবি সুভাষ মুখোপাধ্যায়ের ‘মে দিনের কবিতা’ কবিতায় শোষক-নির্যাতক-অত্যাচারীর হাত থেকে মানুষের মুক্তির জন্য সংগ্রামের কথা ব্যক্ত হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে যে নির্মম শোষণ চলেছে, আজ তা প্রতিহত করার দিন এসেছে। তাই কবি মুক্তির পথে, সংগ্রামের পথে সবাইকে একান্ত হতে আহ্বান জানিয়েছেন।
৪৯. উদ্দীপকের কবি সুভাষ মুখোপাধ্যায়ের চেতনা নিচের কোন কবির চেতনায় প্রতিফলিত?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শামসুর রাহমান
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ-ক. কাজী নজরুল ইসলাম
৫০. উদ্দীপক ও উক্ত কবিতায় মূর্ত হয়ে উঠেছে—
i. সাম্যবাদ
ii. অন্যায়ের প্রতিবাদ
iii. বিদ্রোহী সত্তার আহ্বান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরঃ- গ. ii ও iii
উত্তরঃ- ১.খ; ২.ক; ৩.ঘ; ৪.ঘ; ৫.খ; ৬.গ; ৭.ক; ৮.ঘ; ৯.ঘ; ১০.গ; ১১.ঘ; ১২.ক; ১৩.গ; ১৪.খ; ১৫.ক; ১৬.ঘ; ১৭.খ; ১৮.ঘ; ১৯.গ; ২০.ক; ২১.ঘ; ২২.খ; ২৩.ঘ; ২৪.গ; ২৫.ক; ২৬.ঘ; ২৭.গ; ২৮.খ; ২৯.ক; ৩০.ঘ; ৩১.গ; ৩২.ক; ৩৩.গ; ৩৪.ক; ৩৫.ঘ; ৩৬.খ; ৩৭.গ; ৩৮.ঘ; ৩৯.ক; ৪০.খ; ৪১.গ; ৪২.গ; ৪৩.খ; ৪৪.ক; ৪৫.ক; ৪৬.ক; ৪৭.ক; ৪৮.ক; ৪৯.ক; ৫০.গ