অষ্টম অধ্যায় : হিন্দুধর্ম ও নৈতিক মূল্যবোধ, অষ্টম শ্রেণি

প্রশ্ন-১। যোগশাস্ত্রে যোগের কয়টি অঙ্গের কথা বলা হয়েছে?

উত্তর : আটটি।

প্রশ্ন-২। অহিংসার ভিত্তি কোনটি?

উত্তর : যম।

প্রশ্ন-৩। সংযম কাকে বলে?

উত্তর : লোভ-লালসা এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করাকে সংযম বলে।

প্রশ্ন-৪। সুধন্বা কে ছিলেন?

উত্তর : তরুণ ব্রাহ্মণ।

প্রশ্ন-৫। ‘ইন্দ্রিয় নিগ্রহ’ বলতে কী বোঝায়?

উত্তর : পঞ্চ ইন্দ্রিয় নিগ্রহ করা।

প্রশ্ন-৬। প্রহ্লাদের পুত্রের নাম কি?

উত্তর : প্রহ্লাদের পুত্রের নাম বিরোচন।

প্রশ্ন-৭। জীবের মধ্যে ঈশ্বর কীরূপে বিরাজ করেন?

উত্তর : জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে বিরাজ করেন।

প্রশ্ন-৮। অহিংসা কাকে বলে?

উত্তর : জীবকে পীড়ন ও হত্যা না করাকে অহিংসা বলে।

প্রশ্ন-৯। অহিংসা কোন যোগের অন্তর্গত?

উত্তর : অহিংসা অষ্টাঙ্গ যোগের অন্তর্গত।

প্রশ্ন-১০। নৈতিকতা কাকে বলে?

উত্তর : নীতির সঙ্গে জড়িত সকল বিষয়কে নৈতিকতা বলে।

প্রশ্ন-১১। মূল্যবোধ কাকে বলে?

উত্তর : নৈতিক শিক্ষা থেকে জীবন-যাপনের ক্ষেত্রে আমাদের যে নৈতিকবোধ জাগ্রত হয় , তার নাম মূল্যবোধ।

প্রশ্ন-১২। নৈতিক মূল্যবোধ বলতে কী বোঝায়?

উত্তর : মূল্যবোধকে যখন নীতির সঙ্গে সম্পর্কিত করে দেখা হয়, তখন তাকে নৈতিক মূল্যবোধ বলা হয়।

প্রশ্ন-১৩। নীতি কথাটির অর্থ কী?

উত্তর : নীতি কথাটির অর্থ ভালো ও মন্দ কাজের মধ্যে পার্থক্য উপলব্ধি করে ভালো কাজ করায় উদ্বুদ্ধ হয়ে আত্মনিয়োগ করা।

প্রশ্ন-১৪। ইন্দ্ৰিয়নিগ্রহ কাকে বলে?

উত্তর : ইন্দ্রিয়ের দাবি অনুসারে না চলে তাকে নিজের ইচ্ছামতো চালানোকেই বলে ইন্দ্ৰিয়নিগ্রহ।

প্রশ্ন-১৫। নৈতিক শিক্ষার অর্থ কী?

উত্তর : নৈতিক শিক্ষার অর্থ নীতি সম্পর্কিত শিক্ষা।

প্রশ্ন-১৬। সত্যকাম কোন রাজ্যের রাজা ছিলেন?

উত্তর : সত্যকাম অযোধ্যার রাজা ছিলেন।

প্রশ্ন-১৭। প্রহ্লাদের পিতার নাম কী?

উত্তর : প্রহ্লাদের পিতার নাম হিরণ্যকশিপু।

প্রশ্ন-১৮। বিরোচন কে?

উত্তর : বিরোচন বিষ্ণুভক্ত প্রহ্লাদের ছেলে।

প্রশ্ন-১৯। সৎসঙ্গ কাকে বলে?

উত্তর : সৎসঙ্গ বলতে সৎলোকের সঙ্গে চলা-ফেরা, ওঠা-বসা কিংবা জীবনযাপন করা তথা সান্নিধ্যকে বোঝায়।

প্রশ্ন-২০। তপস্যা কী?

উত্তর : তপস্যা হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য সযত্ন প্রচেষ্টা।

প্রশ্ন-২১। মন্দিরের বিগ্রহের গলায় কীসের মালা ছিল?

উত্তর : মন্দিরের বিগ্রহের গলায় মুক্তার মালা ছিল।

প্রশ্ন-২২। কোন ঋষি মাঝে মাঝেই সংযম হারাতেন?

উত্তর : ঋষি দুর্বাসা মাঝে মাঝেই সংযম হারাতেন।

প্রশ্ন-২৩। যোগশাস্ত্রে ধর্মের কয়টি ভিত্তির কথা বলা হয়েছে?

উত্তর : যোগশাস্ত্রে ধর্মের চারটি ভিত্তির কথা বলা হয়েছে।

প্রশ্ন-২৪। দম ও ইন্দ্রিয়নিগ্রহকে একসঙ্গে কী বলে?

উত্তর : দম ও ইন্দ্রিয়নিগ্রহকে একসঙ্গে সংযম বলে।

প্রশ্ন-২৫। AIDS এর পূর্ণরূপ কী?

উত্তর : AIDS এর পূর্ণরূপ– Acquired Immune Deficiency Syndrome.

প্রশ্ন-২৬। কোন ভাইরাস থেকে এইডস রোগ হয়?

উত্তর : এইচআইভি (HIV) ভাইরাস থেকে এইডস রোগ হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *