অধ্যায়-৫ : জীবনের জন্য খেলাধুলা, অষ্টম শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। ভায়োলেশন কোন খেলার সাথে সম্পৃক্ত?
উত্তর : বাস্কেটবল।
প্রশ্ন-২। লে-আপ শুট কোন খেলার একটি কৌশল?
উত্তর : বাস্কেটবল।
প্রশ্ন-৩। দৌড়ের ক্ষেত্রে সমাপ্তি রেখায় কোনটি স্পর্শ করতে হয়?
উত্তর : টর্সো।
প্রশ্ন-৪। সাঁতারের আন্তর্জাতিক সংস্থাটির নাম কি?
উত্তর : FINA
প্রশ্ন-৫। FINA-এর পূর্ণরূপ কি?
উত্তর : FINA-এর পূর্ণরূপ- Federation International de Nation Amateur.
প্রশ্ন-৬। আন্তর্জাতিক সাঁতার সংস্থা গঠিত হয় কত সালে?
উত্তর : আন্তর্জাতিক সাঁতার সংস্থা গঠিত হয় ১৯০৮ সালে।
প্রশ্ন-৭। প্রতিযোগিতামূলক সাঁতার কত প্রকার ও কি কি?
উত্তর : প্রতিযোগিতামূলক সাঁতার চার প্রকার। যথা– ক. মুক্ত সাঁতার, খ. চিত সাঁতার, গ. বুক সাঁতার, ঘ. প্রজাপতি সাঁতার।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বাস্কেটবল খেলায় ভায়োলেশন হবে-
i. দুই হাতে বল ড্রিবলিং করলে
ii. পাঁচ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে
iii. বল হাতে দুই পা নাড়াচাড়া করলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
২. বাস্কেটবল খেলার জন্য খেলোয়াড়দের দরকার হয়-
i. দম
ii. শরীরের ক্ষিপ্রতা
iii. জাম্প দেওয়ার ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রফিক একজন ছাত্র এবং সে নিয়মিত খেলাধুলা করে। এতে তার শরীর ও মন সুস্থ এবং সবল থাকে। নিয়মিত শরীর চর্চার মাধ্যমে সুস্থ দেহ সুন্দর মনের অধিকারী হওয়া যায়।
৩. রফিক নিয়মিত কোন কাজটি করে?
ক. খেলাধুলা ও ব্যায়াম খ. সাঁতার কাটে
গ. মাটি কাটে ঘ. পাহাড়ে ওঠে
সঠিক উত্তর : ক
৪. রফিকের শরীর ও মন সুস্থ থাকার কারণ হলো
i. নিয়মিত শরীর চর্চা বা ব্যায়াম
ii. নিয়মিত খেলাধুলা
iii. নিয়মিত গোসল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ